ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৪ ফাল্গুন ১৪৩১
ই-পেপার রবিবার ● ১৬ ফেব্রুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




সবকিছুর পরিবর্তন হয়েছে, সবাইকে যেন খুশি করতে পারি : তাসকিন
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৫:১৬ পিএম  (ভিজিটর : ১৮৪)
ক্রিকেটারদের গায়েও লেগেছে পরিবর্তনের হাওয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যমে একাত্মতা জানিয়ে পাশে ছিলেন, এবার গণমাধ্যমেও পরিবর্তন নিয়ে মুখ খুলছেন ক্রিকেটাররা। গতকাল পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাংশ। বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন দেশের পরিবর্তনের মতো নিজেদের পারফরম্যান্সেও পরিবর্তনের আভাস দিয়েছেন। দেশকে যেন বড় (টেস্ট) সংস্করণে ম্যাচ জেতাতে পারি। এটাই চাওয়া। আল্লাহ ভরসা। আপনারাও দোয়া করেন। সবকিছু পরিবর্তন হয়েছে। আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয় এবং সবাইকে যেন একটু খুশি করতে পারি। ইনশাআল্লাহ দোয়া করবেন। গতকাল বিকেলে ঢাকা ত্যাগ করেন তাসকিন আহমেদরা। শরিফুল ইসলামসহ কয়েকজন ক্রিকেটারের যাওয়ার কথা রয়েছে ১৪ আগস্ট। সাকিব আল হাসান সরাসরি যোগ দেবেন পাকিস্তানে। ১৫ আগস্টের মধ্যে পাকিস্তানে পুরো দলের পৌঁছানোর কথা রয়েছে।  এই সিরিজে টেস্ট দলের সঙ্গে তাসকিন অন্তর্ভূক্ত হয়েছেন। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন টেস্ট থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেন এই ডানহাতি পেসার।

বিরতি নেওয়া নিয়েও মুখ খুলেছেন এই পেসার, অবশ্যই আমি এক্সাইটেড অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। কারণ আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন কম বেশি জানেন যে আমার কাঁধের সমস্যা রয়েছে। এর জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম। এবার যেন আমার কাঁধ ভালো থাকে। বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল ১৭ আগস্ট। কিন্তু দেশে অনুশীলনের পরিস্থিতি না থাকায় গতকাল উড়াল দেয় দল। ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০ আগস্ট করাচিতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]