পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তার পাশ থেকে একটি এয়ারগান উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজার এলাকা থেকে এয়ারগানটি উদ্ধার করা হয়। জানা গেছে, এই দিন সকালে আব্বাস হাওলাদার নামে এক ব্যক্তি এয়ারগানটি দেখতে পেয়ে সেনাবাহিনীকে খবর দেয়। তারা এসে এটি উদ্ধার করে ইন্দুরকানী থানায় হস্তান্তর করেছে।
ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, সেনাবাহিনী একটি এয়ারগান উদ্ধার করে থানায় জমা দিয়েছেন। উদ্ধারকৃত অস্ত্রটি ডাকাতরা রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ইন্দুরকানীতে পূর্বশত্রুতার জেরে বাড়ী ভাংচুর করায় বিএনপি নেতা বহিস্কার
পিরোজপুরের ইন্দুরকানীতে পূর্বশত্রুতার জেরে এক ইউপি সদস্যের বাড়ী ভাংচুর করায় ফরিদ হাওলাদার নামে এক বিএনপি নেতা বহিস্কার হয়েছেন। বহিস্কৃত নেতা ফরিদ হাওলাদার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছিলেন। মঙ্গলবার পিরোজপুর জেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে স্থায়ী বহিস্কার করে।
জানা গেছে, উপজেলার বিগত বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে বিএনপি নেতা ফরিদ হাওলাদার মোঃ শাহরিয়ার কাছে পরাজিত হন। এই পরাজয়ের প্রতিশোধ নিতে তিনি সুযোগ পেয়ে লোকজন নিয়ে শাহরিয়ার বাড়ীতে হামলা ও ভাংচুর করে।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, পূর্বশত্রæতার জেরে ইউপি সদস্য শাহরিয়ার বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনায় জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক ফরিদ হাওলাদারকে দল থেকে স্থায়ী বহিস্কার করা হয়েছে।