ই-পেপার শনিবার ২৭ জুলাই ২০২৪
শিরোনাম: মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল : পলক       মোবাইল ফোনে ইন্টারনেট ও ফেসবুক চালুর বিষয়ে যা জানা গেলো       নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ১৮       আগামী ৩-৪ দিনের মধ্যে সব নিয়ন্ত্রণে চলে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী       খুলেছে অফিস-আদালত, গণপরিবহন সংকটে সাধারণ মানুষের ভোগান্তি        বান্দরবানে কেএনএফের দুই সদস্য নিহত       লাখাইয়ে রোপা আমন ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষক      




ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা
Published : Tuesday, 2 April, 2024 at 7:18 PM
চট্টগ্রাম জেলা প্রশাসকের দিক নির্দেশনায় নির্দেশনায় -পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার মূল্য স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরের ফইল্যাতলি বাজারে মনিটরিং ও আশেপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার (০২ মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মহানগরের কাট্টলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৷ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী । 

এ সময় সুমন চন্দ্র দাশ(২৭) কে ২ হাজার টাকা এবং মোহাম্মদ আক্তার(৫৮) কে ৩ হাজার টাকা, গাড়ির রেজিস্ট্রেশন সনদ না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মো: সালাউদ্দিন (৩৭) কে ২ হাজার টাকা গাউছিয়া সুইটস এন্ড বেকারী কে ৫০ হাজার টাকা সহ চার মামলায় সর্বমোট ৫৭ হাজার জরিমানা করা হয়েছে৷

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন৷বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার সময়ে দোকানের ট্রেড লাইসেন্স নবায়ন করা না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সুমন চন্দ্র দাশ (২৭) কে ২ হাজার টাকা এবং মোহাম্মদ আক্তার(৫৮) কে ৩ হাজার টাকা, গাড়ির রেজিস্ট্রেশন সনদ না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মো: সালাউদ্দিন (৩৭) কে ২ হাজার টাকা এবং বিএসটিআই এর অনুমোদন ছাড়া  অবৈধভাবে ফিরনি, হালিম, ব্রেড পুডিং, হালুয়া ইত্যাদি খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় গাউছিয়া সুইটস এন্ড বেকারী কে ৫০ হাজার টাকা সহ চার মামলায় সর্বমোট ৫৭ হাজার জরিমানা
আদায় করা হয়।

এছাড়াও পণ্য মজুদ না করা, মূল্য তালিকা প্রর্দশন ও লাইসেন্স নবায়ন করার ব্যপারেও দোকানীদের সতর্ক করে দেয়া হয়।পরিদর্শনে ভোজ্য তেল, সিলিন্ডার গ্যাস, চাল, চিনি, পেঁয়াজ, খেঁজুর, সবজি, মাছের বাজার, গরুর মাংসের বাজার, পোলট্রিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পরিবীক্ষণ করা হয়। 

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী আরও বলেন,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা এবং মেয়াদ উর্ত্তীণ খাবার বিক্রি করছে কিনা তা তদারকি করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি৷







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected], [email protected]