প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১:৫০ পিএম (ভিজিটর : ৩২৪)
স্মার্ট বাংলাদেশকে স্মার্ট ছাত্র রাজনীতি উপহার দেওয়ার মডেল প্লাটফর্ম হিসেবে বুয়েট কে গ্রহণ করতে চায় ছাত্রলীগ । পাশাপাশি এ ধারায় রাজনীতি করতে প্রগতিশীল সকল ছাত্র সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়।
মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এমন কথা বলেন।
তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত আগামী দিনের উন্নত স্মার্ট বাংলাদেশের স্মার্ট ছাত্র রাজনীতি উপহার দেওয়ার মডেল প্লাটফর্ম হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ বুয়েট কে গ্রহণ করবে। একি সাথে বাংলাদেশ ছাত্রলীগ প্রগতিশীল সকল ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানচ্ছি , আসুন; গদবাঁধা প্রথাগত ধারা বাদ দিয়ে আধুনিক উন্নত ছাত্ররাজনীতি শুরু করুন বুয়েট থেকেই।
বুয়েটে নতুন ছাত্ররাজনীতির ধারা কেমন হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাদ্দাম হোসেন বলেন, আমরা বুয়েট শিক্ষার্থীদের মতামত নিবো । তাদের সাথে আলাপআলোচনার ভিত্তিতে আমরা পরবর্তিতে যে সাংগঠনিক প্রদক্ষেপ কমিটি গঠনসহ আমাদের কর্মকার্ড পরিচালনা সেটি বুয়েটের শিক্ষার্থীদের সাথে আলাপআলোচনা সাপেক্ষে আমরা গ্রহণ করব।
ছাত্রলীগের নতুন কর্মসূচির ঘোষণা-১. ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বীর আবাসিক হল ফিরিয়ে দেয়ার লক্ষ্যে বুয়েট শহিদ মিনারে অবস্থান কর্মসূচী।
২. আধুনিক, স্মার্ট, পলিসি নির্ভর নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার কর্মপরিকল্পনা নির্ধারণে বুয়েট শিক্ষার্থীদের সাথে মতামত আহ্বান ও আলোচনা।
৩. সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গী কালোছায়া থেকে বুয়েটকে মুক্ত করতে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব আয়োজন।
৪. বুয়েটে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনের সাথে আলোচনা।