নেছারাবাদে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৭ পিএম (ভিজিটর : ৬৮৩)
নেছারাবাদে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা সেনিটারী ইন্সপেক্টর গাজী হারুন অর রশিদ ও থানা পুলিশের সহায়তায় সহকারি পরিচালক উপজেলার নান্দুহার এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইনসাফ বেকারীকে ৭ হাজার টাকা, তামিম ফুড প্রডাক্টকে ৫ হাজার ও লেকভিউ পার্ক ও রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমান করেন। সহকারী পরিচালক দেবাশিষ রায় বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।