ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:



বহিস্কৃতদের ফের দলে টানছে বিএনপি
আসন্ন নির্বাচনে অনেকে পেয়েছেন দলীয় মনোনয়ন
সোহাগ রাসিফ
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ এএম  (ভিজিটর : ৭৫)
গতবছরের ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পট পরির্বতনের পর সারাদেশে সক্রিয়ভাবে দলীয় কার্যক্রম পরিচালনা শুরু করে বিএনপি। এর পরই অন্তর্কোন্দল, সংঘাত, দখল, চাদাবাজি, হত্যাসহ নানা অপরাধে জড়িয়েছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব দমনের লক্ষ্যে গত ১ বছরে ৫ হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে বহিস্কারসহ নানা রকম সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দলটি। কিন্তু সম্প্রতি শতাধিক নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহার করে ফের দলে টানছে বিএনপি। অনেকে আবার পেয়েছেন আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের টিকেট।
দলীয় সূত্রে জানা যায়, নানা অভিযোগে বহিষ্কৃত অধিকাংশ নেতাকর্মী দল ছেড়ে যাননি। আবার কেউ কেউ বহিষ্কৃত থেকেও নানাভাবে দলীয় কর্মসূচি পালন ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। দলে ফিরতে দফতর সেলে লিখিত আবেদনও দিয়েছেন অনেকে। এসব আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। নির্বাচন সামনে রেখে দলের মধ্যে অর্ন্তকোন্দল দূর করতে কাজ করছে হাইকমান্ড। কোন্দল মিটিয়ে তৃণমূল কর্মীদের পুনরুজ্জীবিত করতেই অধিকাংশ নেতাকর্মীর বহিষ্কারাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত করে এবং বহিষ্কৃত ও পদ স্থগিত থাকাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাদের সুযোগ দিয়ে থাকি, যদি তারা গুরুতর কোনো অপরাধ না করে থাকে, সে বিবেচনায়। তবে সেটা ঢালাওভাবে হচ্ছে না; কেস টু কেস পরীক্ষা-নিরীক্ষা করে, তারপর দলে অতীতের অবদান, আন্দোলনের ত্যাগ ইত্যাদি বিবেচনা করে কিছু কিছু ক্ষেত্রে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে।
সর্বশেষ গত ১৩ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন ইউনিটের ১৭ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে ইতোপূর্বে এদের প্রাথমিক সদস্যপতসহ সকল পর্যায়ের দলীয় পদ স্থগিত করা হয়েছে। 
নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক- মো. ইকবাল হোসেন, গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, দিনাজপুরের বিরল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. সাদেক আলী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোসা. ফিরোজা বেগম (সোনা), হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহিন, ভোলার তজুমদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো. বাবর আলী বিশ্বাস, ভোলাহাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলাধীন জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম আজম, নোয়াখালী জেলাধীন সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য মো. জামাল উদ্দিন গাজী, কুমিল্লা দক্ষিণ জেলাধীন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলামকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক গত বৃহস্পতিবার তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।
একই দিনে হবিগঞ্জ জেলাধীন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হোসেন মারুফ এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখনের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। এদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানায় বিএনপি। এভাবে গত ১ সপ্তায়ে শতাধিকের বেশি নেতাকর্মীর শাস্তি মওকূপ করে দলে ফিরিয়েছে বিএনপি।
এর আগে বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে এমন নেতাদেরও দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। যার মধ্যে রয়েছে: পিরোজপুর-৩ আসনে রুহুল আমিন দুলাল, চট্টগ্রাম-১ আসনে নুরুল আমিন চেয়ারম্যান, রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনে মোহাম্মদ আলী সরকার, ময়মনসিংহ-১১ আসনে ফকর উদ্দিন আহমেদ ও খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু। এছাড়াও তিন মাসের জন্য স্থগিত হলেও কিশোরগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. ফজলুর রহমান। যদিও তার স্থগিতাদেশ উঠতে এখনো ১০ দিন বাকি রয়েছে।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুকে গত রবিবার সকালে গুলশানে নিজ বাসায় ডেকে পাঠান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাক্কু কুমিল্লা-৬ (সদর) আসনের রাজনৈতিক পরিস্থিতি মহাসচিবকে অবহিত করেন এবং স্থানীয় সাংগঠনিক পুনর্গঠনের বিষয়ে কথা বলেন। জানা যায় ২০২২ সালের মে মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল বিএনপি। তবে দল থেকে দূরে না সরে তিনি সব কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কুমিল্লার রাজনীতিতে এখনো তাকে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ বলে মনে করেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
জানতে চাইলে মনিরুল হক সাক্কু বলেন, আমি কুমিল্লার আদি বিএনপি। এখন যারা মাঠে সক্রিয়, তাদের অনেকেই আমার জুনিয়র। মহাসচিবের সঙ্গে কুমিল্লার সামগ্রিক রাজনৈতিক চিত্র নিয়ে আলোচনা হয়েছে।

নতুনভাবে বহিস্কার হচ্ছে অনেকে : নির্বাচনকে সামনে রেখে শৃঙ্খলাবিরোধী ইস্যুতে আবার কঠোর হচ্ছে বিএনপির হাইকমান্ড। গত ৩ অক্টেবর প্রাথমিকভাবে ২৩৭টি আসনে দলীয় একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। এর পরই অন্তত ২০টি আসনে মনোনয়ন নিয়ে দলের অভ্যন্তরীন দুপক্ষের মধ্যে সংঘাত-সংঘর্ষের  অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় একটি মাদারীপুরের ১ আসনে প্রার্থী স্থগিত করাসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত ৫০ জনকে বহিষ্কার করা হয়েছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com