প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম (ভিজিটর : ২০)
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার অত্যন্ত দূর্গম এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকালের দিকে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন নারায়ণ পাড়া তালকাতাল পাঠাগার ও নারায়ণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও স্কুল ব্যাগ প্রদান, আরবারীপাড়া লক্ষ্মী মন্দিরের জন্য মাইক সেট প্রদান এবং দুটি অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউ টিন প্রদান করেছেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ইব্রাহিম আধহাম পিএসসি,জি।
এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান পিএসসি সহ উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান, শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি বাঙ্গালী সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মানবিক সহায়তা সেবা পেয়ে উপকার ভোগিরা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা জোনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।