প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:২৯ পিএম (ভিজিটর : ১০১)
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে রাজধানীর খিলগাঁও -সবুজবাগ -মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা- ৯ আসনে নিজেদের দলীয় প্রার্থী কবির আহমদের সমর্থনে বিশাল মোটর শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা।
শুক্রবার সকাল ৮টায় মুগদা থানার মানিকনগর থেকে শুরু হয়ে মটর শোভাযাত্রাটি ঢাকা- ৯ আসনের,বিশ্বরোড়, মুগদা হসপিটালের সামনের সড়ক, খিলগাও চৌরাস্তা, বাসাবো বৌদ্ধ মন্দির, নন্দীপাড়া, মধুমতি মডেল টাউন, মেরাদিয়া হাট, সিপাহীবাগ, খিলগাঁও তালতলা মার্কেট, গোড়ান টেম্পু স্ট্যান্ড সহ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মটর শোভাযাত্রা চলাকালে একটি ছাদখোলা জিপে অবস্থান নেন কবির আহমদ। প্রায় দুই হাজারেরও অধিক মোটর সাইকেল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী হলুদ রংয়ের টি-শার্ট পরে মটর শোভাযাত্রায় অংশ নেন। এ সময় নেতাকর্মীরা দাঁড়িপাল্লার পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা। শোভাযাত্রা চলাকালে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অগণিত মানুষ কবির আহমদ সহ মটর শোভাযাত্রায় অংশ নেয়া জামায়াতের নেতাকর্মীদের দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। কবির আহমদও হাত নেড়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
মোট শোভাযাত্রা শুরুর আগে মানিকনগর মডেল স্কুলের সামনে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবির আহমদ।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ আজ এক নতুন পরিস্থিতিতে অবস্থান করছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি স্বনির্ভর ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে অবতীর্ণ হয়েছে। আমরা চাই ৫৪ বছরের জঞ্জাল মুছে দিয়ে বাংলাদেশের সকল মানুষের জন্য একটি সুন্দর সুষ্ঠু বসবাসযোগ্য আবাসস্থল হিসেবে গঠন করতে।
কবির আহমদ বলেন, বাংলার এই ভূখণ্ডে আল্লাহর আইনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠার জন্য আপনারা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে, যার যতটুকু সুযোগ আছে, সাধ্য, সামর্থ্য এবং অবকাশ আছে, সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তৎপর থাকবেন। আপনার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীকে উদ্বুদ্ধ করবেন। এ সময় তিনি আগামী নির্বাচনে নিজের জন্য দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন।উপস্থিত এলাকাবাসী হাত তুলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার জন্য অঙ্গীকার করেন।