প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৩:৩৯ পিএম (ভিজিটর : ৭৬)
বাঁশখালীর পিএবি প্রধান সড়কের চাম্বল ছড়ার ব্রীজের পশ্চিম পাশে স্থায়ী স্লুইস গেইট নির্মাণের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার চাম্বল ছড়ার ব্রীজ নামক পিএবি প্রধান সড়ক এলাকায় এই মানববন্ধনে উপস্থিত ছিলেন শেখেরখীল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ফজলুল কবির চৌধুরী, সমাজসেবক সাঈদ চৌধুরী আরফাত, মোক্তার আহমদ, আব্দুর রহিম, ওবায়দুল হক, জসীম উদ্দীন, আনোয়ার ইসলাম চৌধুরী, মৌলভী আনোয়ার, আবু তাহের, নুরু মিয়া, সরওয়ার, আব্দুল আজিজ, খালেদা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বরাদ্দকৃত চাম্বল ও শেখেরখীল ছড়ার স্লুইস গেইটটি বাঁশখালী পি.এ.বি সড়কের চাম্বল ব্রীজ থেকে ৩ শত মিটার পশ্চিমে নির্মিত হলে শেখেরখীল ইউনিয়নের প্রায় দুই হাজার কৃষক পানির সমস্যা থেকে মুক্তি পাবে। তারা সরকারের বরাদ্দকৃত স্লুইস গেইটটি চাম্বল ছড়ার ব্রীজের ৩ শ মিটার পশ্চিমে নির্মাণ করার দাবি জানান।