প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ৭:০৮ পিএম (ভিজিটর : ১৬৫)
কক্সবাজারের চকরিয়ায় সরকারি চিংড়ি এস্টেটের মহাপরিকল্পনা যাচাইকরণ (Validation) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ শে অক্টোবর (বুধবার) দুপুর সাড়ে ১২টায় চকরিয়া উপজেলা পরিষদে মোহনা মিলনায়তনে কর্মশালার আয়োজন করে, চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়।
চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিনের সঞ্চালনায় ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার।
মাস্টারপ্ল্যান সংক্রান্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন পরিকল্পনাবিদ মোঃ আরিফুর রহমান, নির্বাহী পরিচালক, শেলটেক কনসাল্ট্যান্টস প্রা: লি:।
কর্মশালায় মৎস্যজীবী প্রতিনিধি, চিংড়ি চাষী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা চিংড়ি এস্টেটের টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব চাষ পদ্ধতি, খামার ব্যবস্থাপনার আধুনিকায়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
কর্মশালাটি মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (SCMFP) এর আওতায় আয়োজিত হয়।