ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২
ই-পেপার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে : ধর্ম উপদেষ্টা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:৪৭ পিএম  (ভিজিটর : ৩৫)
সমাজের অসহায় মানুষদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইউরোপে কোনো মানুষ সকালের নাস্তার জন্য তিনটি বার্গার কিনলে একটি চ্যারিটির জন্য রেখে দেয়, যাতে কোনো অসহায় মানুষ এলে সেখান থেকে নিতে পারে। বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণর্থীদের সনদ ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, সারাদেশে সরকারি মেডিকেলগুলোর প্রতিটিতে অসহায় রোগীদের ওষুধ কেনার জন্য বছরে ২৪ কোটি টাকা সহায়তা দেওয়া হয়। চট্টগ্রামের বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে ১৩ হাজার শিশুকে অর্থ সহায়তা দিচ্ছে সরকার। ৯৭ হাজার প্রতিবন্ধীকে সহায়তার আওতায় আনা হয়েছে।

বিগত অর্থবছরে সরকার ৪ কোটি অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। সমাজের অনাথ, দুঃস্থ, বিধবা, প্রতিবন্ধী মানুষকে সহায়তা করা সরকারের দায়িত্ব। সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে।

উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রামে অনেক বড় বড় মানুষ আছেন। তাদের মন বিশাল। আশা করি তারা অসহায়-দুঃস্থদের সহায়তায় এগিয়ে আসবেন সবসময়। কোনো অসহায় মানুষকে এক বেলা আহার করিয়ে যে প্রশান্তি পাওয়া যায়, তা অন্য কোনো কাজে পাওয়া যায় না।

চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রামের উপ-পরিচালক ফাহমিদা বেগম, বিভাগীয় উপ-পরিচালক হাফেজ মো. আমানুল্লাহ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com