ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৫ মার্চ ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




আইটিতে কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে কাজ করছে প্রবাসী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৭:১৭ পিএম  (ভিজিটর : ৫৪৩)
আমাদের দেশে প্রতিবছর ৮ লাখের অধিক ছেলেমেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করছে। বিভিন্ন কোর্স ও অন্যান্য ডিগ্রী গ্রহণ করছে আরো অনেকে। এর মাঝে একটি বড় অংশ আইটি প্রফেশনাল হিসেবে তৈরি হচ্ছে। 

ফ্রিল্যান্সিংয়ের সুযোগকে কাজে লাগিয়ে এর একটি অংশ সরাসরি বিভিন্ন বিদেশি কোম্পানিতে কাজ করছে সুনামের সাথে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দক্ষ আইটি প্রফেশনাল হিসেবে বাংলাদেশীদের উপস্থিতি খুবই কম। অথচ আমাদের আইটি প্রফেশনাল রা বিভিন্ন দেশে বেশ ভালো অবস্থানেই আছেন। সংখ্যাটি শুধুমাত্র হাতে গোনা। আইটি সেক্টরের প্রফেশনাল দের বহির্বিশ্বে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিতে কর্মসংস্থান সংযোগে লক্ষ্যে প্রবাসী কাজ করে যাচ্ছে। 

সৌদি আরবের মতো দেশে বিভিন্ন মেগা প্রজেক্ট এর উচ্চপদস্থ আইটি প্রফেশনাল থেকে শুরু করে জাপানে ফ্রেশ আইটি গ্রাজুয়েটদের জন্য কর্মসংস্থানে রয়েছে ব্যাপক সুযোগ। এই সুযোগগুলি বাংলাদেশীদের সামনে তুলে ধরা ও সেই সুযোগকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ব্যাপারে সহযোগিতা করে থাকে প্রবাসী। 

এ বিষয়ে সম্প্রতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিডিআইপি' র সাথে চুক্তি হয় প্রবাসী সেবা লিমিটেডের। 

এই চুক্তির মাধ্যমে এখন থেকে সিডিআইপি থেকে কোর্স সম্পন্ন করা প্রফেশনালদের জন্য প্রবাসী বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষভাবে কাজ করবে। শুধু তাই নয়, বিভিন্ন দেশের প্রয়োজনীয় দক্ষতা অনুসারে বাংলাদেশের আইটি প্রফেশনাল দের তৈরি লক্ষেও এ দুটি প্রতিষ্ঠান একসাথে কাজ করবে।  

উক্ত অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ফাউন্ডার সেবা লিমিটেডসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





আরও খবর


সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]