প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৫৫ পিএম (ভিজিটর : ৩৪৪)
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বিভিন্ন মাঠে শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুলে। এ বছর অর্জিত হয়েছে ১০৬০ হেক্টর জমি। এ উপজেলা ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত লাখাই উপজেলা। এছাড়াও এ উপজেলা নিম্নাঞ্চল হওয়া সত্বেও শীত মৌসুমে শীতকালীন ফসল উৎপাদন এর ক্ষেত্রে পিছিয়ে নেই।
খোঁজ নিয়ে জানা যায়, এ উপজেলার মোড়াকরি ও মুড়িয়াউক ইউনিয়নে শীত মৌসুমে রবিশস্য বেশী চাষাবাদ হয়ে থাকে। এছাড়াও করাব ও বামৈ ইউনিয়নে অন্যান্য ইউনিয়নের তুলনায় কম চাষাবাদ হয়। সরেজমিনে ঘুরে দেখা গেছে মুড়িযাউক ও মোড়াকরি ইউনিয়নের প্রতিটি মাঠ সিরিষা হলুদ ফুলে হাতছানি দিয়ে ডাকছে। এতে মন জুড়িয়ে এই হলুদ ফুলের গন্ধে ও রঙে।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান এর সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান, এ বছর সরিষা আবাদে লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩৫০ হেক্টর জমি এবং উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ২৫ শ মেঃ টন সরিষা কিন্তু নভেম্বর মাসে পর পর ২ বার বৃষ্টি হওয়ায় নির্ধারিত লক্ষ্য মাত্রা অর্জিত হয়নি, এর পরেও এ বছর অর্জিত হয়েছে ১০৬০ হেক্টর জমি। এ বিষয়ে কয়েকজন কৃষকের সাথে আলাপকালে তারা জানান, সরিষা একটি লাভজনক ফসল।
লাভজনক ফসল কেন এর ব্যাখ্যা দিয়ে বলেন, আমন ধান কেটে সরিষার ফসল উঠার পর ঔ জমিতে বোরোধান চাষাবাদ করতে পারি, এতে শস্য নিবিড়ত যেমন বাড়ছে অন্যদিকে আমরাও লাভবান হচ্ছি। তারা আরো বলেন উপজেলা কৃষি অফিস এর মাধ্যমে বিনামূল্যে সার বীজ ও কীটনাশক নিয়মিত পেয়ে আসছি এবং কৃষি অফিসের কৃষি উপ-সহকারী কর্মকর্তাগন নিয়মিত ভাবে আমাদের ফসলের খোঁজ খবর নিচ্ছে এবং বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে আসছে।