ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২
ই-পেপার বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কক্সবাজারের সুইজারল্যান্ডের ভিডিও বানিয়ে সেরা পুরষ্কার পেলেন সাংবাদিক ইমরুল কাওসার ইমন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:৩৩ পিএম  (ভিজিটর : ৬১)
কক্সবাজারের মনখালী গ্রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওই এলাকাকে সুইজারল্যান্ড হিসেবে তুলনা করেছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক ইমরুল কাওসার ইমন। আর তখন থেকেই এলাকাবাসী ওই এলাকার নাম রাখেন ‘মনখালী কক্সবাজারের সুইজারল্যান্ড’ নামে। ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দেশের প্রধান প্রধান গণমাধ্যমগুলোতেও ব্যাপক ভাবে প্রচারিত হয়েছে। কক্সবাজারের পর্যটনে সৃষ্টি হয়েছে নতুন এক পর্যটন সম্ভবনা। আলোচিত এই ভিডিওর জন্য ইমনকে পুরষ্কৃত করেছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। 

২৫ অক্টোবর রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেলে “ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫” ইমরুল কাওসার ইমনের হাতে তুলে দেন আয়োজকবৃন্দ। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) সভাপতি মো. দেলোয়ার হোসেনসহ  ডিএমএফ এর এক্সিকিউটিভ কমিটির সদস্য ও অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্যরা। 

মো. দেলোয়ার হোসেন বলেন, নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা, গণমাধ্যমকে যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে এগিয়ে নেওয়া এবং সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী করতে চাই এবং বাংলাদেশের ডিজিটাল মিডিয়ার সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চাই। সাংবাদিকতা ও মিডিয়ায় অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। এবারের আয়োজনে ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। 

কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক ইমরুল কাওসার ইমন বলেন, ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) এর প্রতিকৃতজ্ঞতা। তারা সংবাদকর্মীদের ভালো কাজের স্বীকৃতি ও সম্মাননা জানিয়েছেন। তিনি বলেন, কক্সবাজারের মনখালির সুইজারল্যান্ড সত্যি অসম্ভব সুন্দর একটি স্থান। বেশির ভাগ পর্যটকরা কক্সবাজার ভ্রমণের সময় মেরিন ড্রাইভ দিয়ে পাটুয়ারটেক পর্যন্ত গিয়ে তাদের ট্যুর শেষ করেন। কিন্তু পাটুয়ারটেক থেকে মাত্র ১০ মিনিটের পথ কক্সবাজারের সুইজারল্যান্ডের। সেখানে গেলে এর প্রাকৃতির সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করবে। 

উল্লেখ্য, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন দৈনিক ভোরের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইমনের অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে।  





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com