লাখাইয়ে দাঙ্গা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৩:৩২ পিএম (ভিজিটর : ১৯৩)
লাখাইয়ে পুলিশের অভিযানে দাঙ্গা মামলার প্রধান আসামী কামাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক তদন্তকারী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ভোরের ডাক প্রতিনিধিকে জানান, ১নং লাখাই ইউনিয়নের শিবপুর গ্রামের দাঙ্গা মামলার অন্যতম মালার প্রধান আসামী কে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ জুন) বিকেলে বামৈ এলাকা থেকে শিবপুর গ্রামের মৃত মজিবুর রহমান এর ছেলে কামাল মিয়া (৫০) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামী কে মঙ্গলবার (১২ জুন) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন।