প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৩:২১ পিএম (ভিজিটর : ২৫৯)
চট্টগ্রাম সাতকানিয়ার কেরানিহাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে লাইসেন্স ব্যতীত সি এন জি চালানোর অপরাধে ৫ সিএনজি চালক কে পাঁচটি মামলায় ২ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানিহাট অংশে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন,সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফারিস্তা করিম।
উক্ত অভিযান পরিচালনা শেষে তিনি গণমাধ্যমকে বলেন, অবৈধভাবে সিএনজি পাকিং করা এবং লাইসেন্স ব্যতীত সিএনজি চালানোর অপরাধে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৫ জনকে ০৫ টি মামলায় মোট ২ হাজার ৪০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।
জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।