প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৫:৫৫ পিএম আপডেট: ১৫.০৪.২০২৪ ২:০৯ পিএম (ভিজিটর : ৪৪৪)
মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ জুয়েল আক্তারকে আহ্বায়ক ও মোঃ আফতাব হাসান মুনকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু পরিষদের মিরপুর থানা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে কর্মীসভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হাসান রুবেল।
এর আগে বিকেলে জুয়েল আক্তারের সভাপতিতে ও আফতাব হাসান মুনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হাসান জুয়েল এবং বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগরের সহ-সভাপতি সালাউদ্দিন আল আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাস ও গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
বঙ্গবন্ধু পরিষদের মিরপুর থানা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোঃ শাহিদ উল্লাহ ভূঁইয়া, নিরব কুমার সরকার নিবিড়, মোঃ সাইফুল ইসলাম, শাহনাজ আক্তার, তৌহিদুজ্জামান, মোঃ ফরাদ হোসেন ভূইয়া জুয়েল, পলাশ কুমার বিশ্বাস ও মোঃ কাজী বুলবুল।