প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৫:১৫ পিএম আপডেট: ২৩.০৩.২০২৪ ৫:৩৫ পিএম (ভিজিটর : ৬৫৫)
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব ড. আওলাদ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছে। আর মুক্তিযুদ্ধে অন্যতম চেতনা ছিলো অসাম্প্রদায়িকতা। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বেই সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ আজ সুপ্রতিষ্ঠিত হয়েছে। আজ এদেশে সকল ধর্মের মানুষ অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে নিরাপদে যার যার ধর্মের আচার অনুষ্ঠান পালন করছে।
শুক্রবার (২২ মার্চ) রাতে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর থানার ৫৪ নং ওয়ার্ডে রামকৃঞ্চ গিরিধারী ( আখড়া ) মন্দিরের বার্ষিক মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মহানামযজ্ঞ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদ-বাংলাদেশের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার সুজন দে, কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মো: নাছিম মিয়া, বাংলাদেশ হিন্দু মহাজোটের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক বিলাশ পোদ্দার, মহানগর সার্বজনিন পূজা কমিটি কদমতলী থানার সাধারন সম্পাদক একলব্য সরকার পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে ড. আওলাদ হোসেন এমপি আরো বলেন, মহান আল্লাহ, আপনাদের উছিলায় আমাকে এলাকার সাধারণ মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি সেই সুযোগ কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন করবো। জাতি ধর্মবর্ন নির্বিশেষে আমার নির্বাচনী এলাকার সকল মানুষের সেবা করবো। রাত দুইটায়ও যদি আপনারা আমাকে ফোন দেন, আমাকে পাবেন। আমি সর্বদা প্রস্তুত রয়েছি আপনাদের সেবা করার জন্য।