প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৫:৩৪ পিএম (ভিজিটর : ২৯২)
গোবিন্দগঞ্জে ২৪ ঘন্টায় ৩টি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ীসহ দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের আমতলী বাজারে একটি কসমেটিকসের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দোকানে থাকা নগদ টাকাসহ কসমেটিকসের ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক শহিদুল ইসলাম ছদু জানান, সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ীতে গিয়ে ঘুমিয়ে পড়ি। শর্ট সার্কিট থেকে রাত ৩টার দিকে বাজার থেকে দোকানে আগুন লাগার খবর পাই। এসময় ফায়ার সার্ভিসে খবর দিয়ে স্থানীয় লোকজনসহ চেষ্টা করে আগুন নিভানো হয়। কিন্তু ততক্ষণে দোকানে থাকা নগদ টাকা ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ওইদিন তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর বাজারস্থ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এতিম শিশুদের পোশাকসহ মালামাল পুড়ে যায়। ধারণা করা হয় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা।
অপরদিকে রাখালবুরুজ ইউনিয়নের রাখালবুরুজ দক্ষিণপাড়া গ্রামে হাবিরুল ইসলাম ও রাসেদ মিয়া নামে দুটি পরিবারের ৪টি ঘর পুড়ে যায়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।