প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৫:৫৯ পিএম (ভিজিটর : ৮১৮)
সংসদ নির্বাচনে নৌকার প্রচারণায় সর্বোচ্চ গান করেছেন ফিরোজ প্লাবন। আগের মতোই গত সংসদ নির্বাচনেও নৌকা মার্কার প্রচারণার জন্য অনেক গান তৈরি করেছেন ফিরোজ প্লাবন। নৌকার অনেক প্রার্থীর জন্য গান করার পাশাপাশি অন্যদের জন্যেও গান তৈরি করে শ্রতাদের মন জয় করেছেন কণ্ঠশিল্পি ফিরোজ প্লাবন। সে সংখ্যাও কম নয়।
ফিরোজ প্লাবনের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, বারবার দরকার শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার সালাম নিন নৌকায় ভোট দিন, নৌকা মার্কার হবে জয়,মার্কা আছে,ও আমার খালাগো, পদ্মা সেতু উদ্বোধনে খুশির বন্যা, শেখ হাসিনার বানালেন কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু টানেল শিরোনামের গানগুলো শোনেননি এমন মানুষ খুব কমই আছে।
এছাড়া এই গানগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়। গানগুলো ইউটিউব,ফেসবুক ও টিকটকে কোটি কোটি ভিউ অর্জন করেছে। গানগুলোর গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী ফিরোজ প্লাবন নিজেই। নির্বাচনের ডিজিটাল মার্কেটিং মানেই এই জনপ্রিয় শিল্পীর গান, এছাড়া চলচ্চিত্রের গানসহ তার রয়েছে এক হাজারের অধিক মৌলিক গান।
এ প্রসঙ্গে ফিরোজ প্লাবন বলেন, শেখ হাসিনার বানালেন কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু টানেল, শিরোনামের গানগুলো শোনেননি এমন মানুষ খুব কমই আছে, এছাড়া এই গানগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়। ইউটিউব,ফেসবুক ও টিকটকে, নিজের ভালোলাগা থেকে দেশের গান ও নৌকার গান করে থাকি। বাংলাদেশের আমিই প্রথম নৌকা মার্কার গানের ট্রেন্ড শুরু করি। স্মার্ট বাংলার রূপকার শেখ হাসিনা এই নিয়ে একটি গানের ব্যাপক পরিকল্পনা রয়েছে। এটা নিয়ে কাজ শুরু করেছি। শিগগিরই সবাই শুনতে পাবেন। উল্লেখ্য, কণ্ঠশিল্পি ফিরোজ প্লাবনের গ্রামের বাড়ি, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে। কণ্ঠশিল্পি হিসেবে এলাকাতেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।