ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে পড়েছেন বিশিষ্ট কৌতুক অভিনেতা ও অভিনয়শিল্পী নূর হোসেন চার্লি। বনশ্রীর এডভান্স ও ফেমাস স্পেশালাইজড হাসপাতালে দু দফা রক্ত পরীক্ষার পর দেখা যায় তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গেছে। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ার হাসপাতাল ভারতের দিল্লীর জিনল্যাব এ রক্ত পরীক্ষার জন্য স্যাম্পল পাঠালে সেখানকার রিপোর্টে ক্যানসার শনাক্ত হয়।
অভিনেতা চার্লির বড় জামাতা আশিকুর রহমান জানান, তার রক্তের হিমোগ্লোবিন কমে ৫.৯ এ নেমে যায়। গত ২৩/৪/২০২৪ তারিখে জিনল্যাবের রিপোর্টে ক্যানসার ধরা পড়ার পর পরিবার ও নিকটাত্মীয় ও ভক্তরা চিন্তিত হয়ে পড়েছেন। তার বিদেশে চিকিৎসা প্রয়োজন। ভারতে ভিসার আবেদন কররেও তা মঞ্জুর হয়নি। ইতোমধ্যে প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। গুণী এই শিল্পীর চিকিৎসার জন্য রাষ্ট্রীয় সহায়তা ও মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেছেন।
নূর হোসেন চালি বাংলাদেশ চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে গত চার দশক ধরে অভিনয় করে আসছেন।
তিনি বলেন, অভিনয় জীবনে আপনাদেরকে অনেক হাসিয়েছি, আনন্দ দিয়েছি। আমি খুবই অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন আছি, আমার শারীরিক অবস্থা ভালো না। বিভিন্ন রকম টেস্ট চলছে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এসে আবার অভিনয় করতে পারি, আপনাদেরকে হাসাতে পারি, আনন্দ দিতে পারি। চলার পথে যদি কখনো কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি আপনারা আমাকে মাফ করে দেবেন।