ই-পেপার বাংলা কনভার্টার রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৩১ ভাদ্র ১৪৩১
ই-পেপার রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ: বাংলাদেশের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র      ঢাকা কলেজের শঙ্খনীল বাস ভাঙল আইডিয়ালের শিক্ষার্থীরা      সৈকতে ভেসে এলো আরও এক জেলের দেহ      সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি ৪ দিনের রিমান্ডে      




সাকিবের রংপুরকে ১৩৪ রানে আটকে দিলো তামিমের বরিশাল
Published : Saturday, 20 January, 2024 at 3:47 PM
দেশের ক্রিকেটের বড় দুই বিজ্ঞাপন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ফলে ব্যক্তিগত দ্বৈরথই নয় কেবল, দেশের সেরা দুই তারকার মুখোমুখি লড়াই মানেই হাইভোল্টেজ ম্যাচ। যদিও সেই ম্যাচে শুরুর দাপটটা দেখিয়েছে তামিমের ফরচুন বরিশাল। সাকিব নিজেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। 

ব্যাটিং বিপর্যয়ে পড়া রংপুর রাইডার্স পুরো নির্ধারিত ওভার খেলতে পারবে কি না সেই শঙ্কা ছিল। তবে সাকিবের রংপুর রাইডার্সকে ১৩৪ রানেই আটকে দিয়েছে তামিমের ফরচুন বরিশাল। তবে শামিম পাটওয়ারী ও শেখ মেহেদীর ঝোড়ো ব্যাটিংয়ে শেষদিকে তারা মান বাঁচানোর পুঁজি পেয়েছে। 

শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। যেখানে প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম। ফলে নুরুল হাসানের সোহানের দল শুরুতে ব্যাটিংয়ে নামে। শুরু থেকে তারা ছিল ছন্নছাড়া ও নড়বড়ে। পরে শুরুর ধাক্কা সামলাতে ওয়ানডে মেজাজে ব্যাট করেন অধিনায়ক সোহান ও শামিম। শেষদিকে সজোরে ব্যাট চালিয়ে শেখ মেহেদী তাদের বিপন্ন অবস্থা কাটিয়েছেন। ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলেন তিনি।

এর আগে দিনের প্রথম বলেই উইকেট হারায় রংপুর। পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ ইমরানের ইনসুইংয়ে বোল্ড হয়ে যান ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ব্রেন্ডন কিং। সেই চাপ সামলানো তো দূরে থাক, দ্বিতীয় ওভারে এক বল বিরতি দিয়ে পরপর আউট হয়ে যান রনি তালুকদার ও সাকিব। টাইগার পেসার খালেদ আহমেদের বলে উড়িয়ে মারতে গিয়ে ইমরানের হাতে ক্যাচ দেন রনি। ৭ বলে তিনি মাত্র ৫ রান করেন। এরপর বলের লাইন না বুঝে বোঁকা বনে যান সাকিবও। ২ রান করেই তিনি বোল্ড হন খালেদের বলে।

রংপুরের হয়ে এরপর ঘূর্ণি দেখান লঙ্কান স্পিনার দুনিথ ভেল্লালাগে। ৬ রান করে তার বলে তাকেই ক্যাচ দেন আজমতউল্লাহ ওমরজাই। দলের আরও বিপর্যয় ঠেকানোর দায়িত্ব নেন সোহান ও শামীম। তবে স্ট্রাইকরেট বাড়াতে না পারায় চাপ তৈরি হয় রংপুর দলনেতার ওপর। দুটি ছক্কার বাউন্ডারিতে ২৩ বলে সমান ২৩ রান করেন সোহান। শোয়েব মালিকের বলে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমকে। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিও বলার মতো কিছু করতে পারেননি। ১০ রান তুলতেই মেহেদী হাসান মিরাজের বলে তিনি ক্যাচ দেন শোয়েবকে।

শেষদিকে তাও রংপুরের মান বাঁচে শামীম ও শেখ মেহেদীর ব্যাটে। শামীম ধীরস্থির ব্যাটিং করলেও, মেহেদী রানের গতি বাড়ান। ৪টি চার ও একটি ছক্কায় ২৯ রান করেন এই ব্যাটিং অলরাউন্ডার। ৩৪ রান (৩৩ বল) করার পথে একটি করে চার-ছক্কার বাউন্ডারি খেলেন। 

বরিশালের হয়ে ৩১ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন খালেদ। এছাড়া মেহেদী মিরাজ ২টি এবং ইমরান, ভেল্লালাগে ও মালিক শিকার করেন একটি করে উইকেট।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]