ই-পেপার শনিবার ২৭ জুলাই ২০২৪
শিরোনাম: প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত কাল        মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল : পলক       মোবাইল ফোনে ইন্টারনেট ও ফেসবুক চালুর বিষয়ে যা জানা গেলো       নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ১৮       আগামী ৩-৪ দিনের মধ্যে সব নিয়ন্ত্রণে চলে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী       খুলেছে অফিস-আদালত, গণপরিবহন সংকটে সাধারণ মানুষের ভোগান্তি        বান্দরবানে কেএনএফের দুই সদস্য নিহত      




নিউ ইয়র্কে দুই শতাধিক সংগঠনের সম্মিলিত একুশ উদযাপন
কৌশলী ইমা, যুক্তরাষ্ট্র থেকে
Published : Thursday, 22 February, 2024 at 12:25 PM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মহান একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। সম্মিলিত একুশ উদযাপনের জন্য তিনটি স্থানে প্রায় দুই শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মিরা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে একুশে ফেব্রুয়ারি সঠিক ইতিহাসসহ বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।  

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কার্যালয়, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট, উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সোসাইটি, উডসাইডের কুইন্স প্যালেসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুক্তধারা ফাউন্ডেশন, তথাকথিত জালালাবাদ অ্যাসোসিয়েশন ভবনে এবং বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, এস্টোরিয়া, ব্রঙ্কসে ২০ ফেব্রুয়ারি দিাবাগত রাতে একুশে ফেব্রুয়ারি পালন করেন।

বাংলাদেশ সোসাইটির উদ্যোগে একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠান শুরু হয় বিকাল ৫টা থেকে। এর মধ্যে ছিল আলোচনা সভা, নতুন প্রজন্মের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ। বাংলাদেশ সোসাইটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাসিডি প্যাপের প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ। অনুষ্ঠানাদিতে ছিল নৃত্যাঞ্জলির নৃত্য পরিবেশনা, বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনা। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী নাজু আকন্দ, কৃষ্ণাতিথি, রোকসানা মির্জা, আলভীন চৌধুরীসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির বর্তমান এবং সাবেক কর্মকর্তা ছাড়াও কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হাতে তুলে দেন অতিথি ও সোসাইটির কর্মকর্তাবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্মিলিত একুশের অনুষ্ঠান গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী নতুন প্রজন্মের মধ্যে পুরস্কার বিতরণ এবং রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ। অনুষ্ঠান শুরু হয় বিকাল ৫টায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনায় ছিল বিপা, উদীচী যুক্তরাষ্ট্র, বহ্নিশিখা সংগীত নিকেতন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, অনুপম ড্যান্স একাডেমি, শিল্পকলা একাডেমি, রবীন্দ্র একাডেমি এবং নীলা ড্যান্স একাডেমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাঈদা আক্তার লিপি এবং পরিচালনায় ছিলেন গাজী সাধারণ সম্পাদক শাসদউদ্দিন, গোলাম মোস্তফা এবং রুহুল আমিন সরকার। অনুষ্ঠানে ঢাকা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক এবং সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশি অধুষ্যিত নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বাংলাদেশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন পৃথক পৃথকভাবে মহান একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected], [email protected]