কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মাদ শামসুজ্জামান মিলকী এবং শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মেহের নিগার পদত্যাগ করেছেন।
রবিবার (১১ আগস্ট) রেজিস্ট্রার মোঃ মুজিবুর রহমান মজুমদার বরাবর পদত্যাগপত্র দেন তাঁরা।
পদত্যাগপত্রে অধ্যাপক ড. মুহাম্মাদ শামসুজ্জামান মিলকী উল্লেখ করেন, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্বরত ছিলাম। ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।
অধ্যাপক ড. মেহের নিগার উল্লেখ করেন, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে উক্ত পদ থেকে অব্যহতি গ্রহণ করলাম।
উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মাদ শামসুজ্জামান মিলকী চলতি বছরের ২০ মার্চ থেকে এবং শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মেহের নিগার চলতি বছরের ৫ মে থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।