আগরতলা রেল স্টেশনে ৩ দালালসহ ৩ বাংলাদেশি নারী আটক
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) থেকে
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৫১ পিএম (ভিজিটর : ৩৩৬)
ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। দালালের হাত ধরে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে বহিঃরাজ্যের কলকাতা যাওয়ার পথে দালাল সহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয় আগরতলা রেলস্টেশনে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ৩ দালাল সহ ৩ বাংলাদেশি নারী কাঞ্চন জঙ্ঘা এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় রেল স্টেশনে জিআরপির হাতে ধরা পড়ে।
পুলিশ সূত্রে প্রকাশ, ধৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে নিদিষ্ট ধারায় মামলা হাতে নেয়। এবং জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১২ ফেব্রুয়ারি) ধৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। সোনামুড়ার এক মহিলা ৩ জন বাংলাদেশি নারীকে ভারতে নিয়ে আসেন। পুলিশ ওই দালাল মহিলাকে ও গ্রেফতার করেছে।