প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৬:১০ পিএম (ভিজিটর : ১৫৯৬)
আগামী ১৭ এপ্রিল ঢাকা সহ সারাদেশে রাম নবমী উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। প্রস্তুতির অংশ হিসেবে রবিবার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় শিব মন্দিরে প্রস্তুতি সভা করেছে হিন্দুত্ববাদী সংগঠনটির নেতারা।
বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ রাম নবমী উদযাপন পরিষদের আহবায়ক রুপনাগ গৌর দাশ ব্রক্ষ্মচারী, বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সুজন দে, সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী, সমন্বয়ক নারায়র ঘোষ, প্রেসিডিয়াম সদস্য নকুল কুমার সাহা।
এছাড়া হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বাদল সরকার, ইন্দ্রজিত দাশ, শম্ভুনাথ দাশ, সুনীল দাশ (টাইগার, অঞ্জন রায়, পরিমল রায়, বিলাশ পোদ্দার, শিপলু পাল, নারায়র দাশ, কৃঞ্চ সরকার, বিধুর চন্দ্র দাশ, বিষ্ণু দাশ, প্রেম কুমার দাশ, সঞ্জিব দাশ, পার্থ দাশ, পার্বতি রানী দাশ, শুক্লা দাশ ।
সভায় আগামী ১৭ এপ্রিল রাজধানী ঢাকা সহ সারাদেশে বনার্ঢ্য উৎসবের মধ্য দিয়ে রাম নবমী উদযাপনের জন্য বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়।