ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




দৃশ্যমান হচ্ছে বিএনপি-জামায়াতের বিরোধ
সুজন দে
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১:০৪ পিএম  (ভিজিটর : ১৯১)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশ জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, এরা ব্যাংক দখলসহ অনেক দখলদারিত্বে জড়িত। তারা বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডার বাজিসহ নানান কিছু দখলে করেছে একটি দল। ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ, কারা পায়ের রগ কাটে তাদের চিনে জনগণ, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত। রবিবার বিএনপির একটি প্রোগ্রামে  তিনি জামায়াতের কঠোর সমালোচনা করে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে জামায়াতও  বিবৃতিতে দিয়ে এর কড়া প্রতিবাদ জানান। দলটির বিবৃতিতে  বিএনপির কঠোর সমালোচনা করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিএনপিকে মোনাফেক আখ্যা দেন। তিনি বলেন ২০১৮ সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কী জাতির সাথে মোনাফেকি নয়? তিনি বলেন, কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সাথে সখ্যতা করার চেষ্টা করেছেন, তা জনগণ খুব ভাল করেই জানেন। 

এছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াতে ইসলামী, ডাকাতের বেশে নতুন ডাকাতরা ৫ আগস্টের পর ব্যাংক দখল করতে গিয়েছিল। তারা পালিয়ে এসেছে। জামায়াতে ইসলামী ব্যাংক দখল করেনি, বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে। রোববার রাতে নীলফামারীর সৈয়দপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবারের দেশের প্রধান  দুই রাজণৈতিক দলের শীর্ষ নেতাদের এমন পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে  দল দুইটি কার্যত মুখোমুখি অবস্থানে দাড়ালো। দৃশ্যমান হলো দল দুইটির দুরত্ব । 

খোঁজ খবর নিয়ে দেখা গেছে, ৫ আগষ্টের পর থেকেই জামায়াতে সাথে বিএনপির দূরত্ব প্রকাশ্যে আসতে থাকে। দেশের বিভিন্নস্থানে বিএনপি-জামায়াত এবং ছাত্রদল-শিবিরের সাথে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায়ও ঘটেছে। বিশেষ করে জামায়াত চাচ্ছে সকল সংস্কার শেষ জাতীয় নির্বাচন। আর বিএনপি চাচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন। এদিকে আগামী নির্বাচনে জামায়াত এককভাবে ৩শ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করলেও আবার অন্য কয়েকটি ইসলামি দল নিয়ে মোর্চা গঠন করছেন। অন্যদিকে বিএনপিও নির্বাচনকে সামনে রেখে মিত্র দলগুলোর সাথে সংলাপ করে যাচ্ছেন এখানেও নেই জামায়াত। সব মিলিয়ে দল দুটির দূরত্ব এখন  প্রায় দৃশ্যমান।  বিএনপির সাথে জামায়াতের এই দূরত্বের বিষয়ে জানতে চাইলে জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার  গণমাধ্যমকে বলেন, আমরা আমাদের বক্তব্য রবিবার অফিসিয়ালি দিয়েছি। এরচেয়ে বেশি আমি বলার নেই। তবে, জায়ামাতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ  গণমাধ্যমকে বলেন, বিএনপি আমাদের সময় যে অভিযোগগুলো করছে তা সঠিক কিনা বুঝতে হবে। জামায়াততো বিএনপির বিরুদ্ধে কিছু বলেনি। ৫ আগষ্টের পর থেকে দখলবাজি করেছে এই বিএনপি। তাদের চেয়ারম্যান তারেক রহমান এই অপরাধে অনেককে বহিষ্কারও করেছেন। রিজভী সাহেব জামায়াত নিয়ে গুরুতর মিথ্যাচার করেছে।  আকন্দ বলেন, রিজভী সাহেব বলেছেন- জামায়াত ব্যাংক দখল করেছে"। সত্যি হলো ব্যাংক দখল করেছিলো এসএম আলম। আর ব্যাংকের উচ্চ পরিষদের কমিটি গঠন করেছে। স্বাধীনতা বিরোধিতা করা, মোনাফেক, রগকাটাসহ অনেক তকমা দিয়েছেন যা জামায়াত করে না। এর আগেও বিএনপি জামায়াতের বিরুদ্ধে বিষোদগার করেছে। লস হয়েছে বিএনপির। অসত্য কথা বলে জনগণের দৃষ্টি আকর্ষণ করা যায় না। 

এই ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জামায়াত যদি বিএনপিকে মোনাফেক বলে তাহলে ১৮ সালেও তারা (জামায়াত) ধানের শীষ প্রতীক নির্বাচন করলো কিভাবে! তাদের এই মিথ্যাচারের ব্যাখার প্রয়োজন নেই। এই জামায়াত ২৪-এর গণহত্যার ১ সপ্তাহের মধ্যে পতিত স্বৈরশাসককে মাফ করে দিয়েছিলো। শহীদদের রক্তের দাগ না শোকাতেই তারা আপোষ করতে চেয়েছিলো। তারা শুধু স্বাধীনতা বিরোধীই ছিলো না, পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরেছিলো। এরা এখনও এসব কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেনি। এছাড়াও বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন করার কারণেই জামায়াত ১৮ থেকে ২০টি আসন পায়, আর একক নির্বাচন করলে পায় ৩ থেকে চারটি আসন। আসলে জামায়াতই জামায়াতের জন্য ভয়ঙ্কর। 





আরও খবর


সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]