প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৩:২৪ পিএম (ভিজিটর : ১২৫)
দোয়া, কেক কাটা, খিচুড়ি ভোজ, আড্ডা গল্প সহ নানা আয়োজনে বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক জুবের আলম খান রবিনকে বরন করেছেন তার দীর্ঘপথের সারথিরা। গতকাল প্রগতি সংঘের উদ্যোগে কমলাপুর এলাকার জসিমউদ্দীন রোডে এই ব্যাতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর কমলাপুর এজিবি কলোনী এলাকার সুপ্রতিষ্ঠিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রগতি সংঘ। রবিন ১৯৮৮ সাল থেকেই প্রায় ২৬ বছর সফলতার সঙ্গে বিভিন্ন মেয়াদে এই সংগঠনিটর সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর ফলে সংগঠনের সদস্যরা তাকে প্রগতি সংঘের প্রাণপুরুষ হিসেবে অবহিত করেন।
জুবের আলম খান রবিন দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মূলত কারামুক্তির পর নতুন জীবনের মঙ্গল কামনা করেই এই ধরণের ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শহিদুল হক ভূইয়া, ইনডেক্স গ্রুপের চেয়ারম্যান ও এবং ক্রীড়া সংগঠক সফিউল্লাহ আল মুনির , বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা নওসাদ জাকি, প্রগতি সংঘের আহ্বায়ক লুৎফর রহমান মিঠু, বিশিষ্ট শিক্ষানুরাগী, মোহামেডান স্পোর্টিং ক্লাবের লাইফ টাইম মেম্বার ও চ্যানেল-২০ এর এম.ডি মোহাম্মদ নাদিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রিয়েল এস্টেট ব্যবসায়ী অমলেন্দু বিশ্বাস অমল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো: জাহিদুর রহমান, সার্ক কালাচারাল সোসাইটি-বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ও হেডলাইন্স ত্রিপুরা বাংলাদেশের ব্যুরো প্রধান সুজন দে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় নেতা প্রেম কুমার দাশ । এছাড়া অনুষ্ঠানটিতে রবিনের বন্ধু, সহকর্মী, ও এলাকার সাধারণ মানুষও অংশ নেন।
উল্লেখ্য মোঃ জুবের আলম খান রবিন স্কুল বেলা থেকেই মতিছিল-কমলাপুর এলাকায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত। দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সক্রিয় ভাবে সামাজিক -সেবামূলক কাজ করে যাচ্ছেন। এছাড়া জড়িত রয়েছেন জাতীয় রাজনীতির সঙ্গে। বর্তমানের জাতীয় পার্টির মতিঝিল থানার সভাপতির পাশাপাশি দায়িত্ব পালন করছেন দলটির কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক হিসেবে। জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও দলমত নির্বিশেষে সকলের সঙ্গে রবিনের রয়েছে ঘনিষ্ট সর্ম্পক। এছাড়া মেধাবী ও দক্ষ সংগঠন হিসেবে তার রয়েছে সুপরিচিত।