কবে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন,এই সময়সীমা সুনিদিষ্ট ভাবে সরকারের পক্ষ থেকে এখানো ঘোষণা করা হয়নি। কিন্তু তাতে বসে নেই দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ দলকে সুসংগঠিত করার লক্ষ্যে বিরামহীন ভাবে তৃণমূলে ছুটছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রতিদিনই অংশ নিচ্ছেন বিভিন্ন সভা সমাবেশে।
বিশেষ করে দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলাম প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সভা-সমাবেশ করছে । তৃণমূলে ছুটে যাচ্ছেন দল দুইটির শীর্ষ নেতারা। শহর বন্দরে গ্রামে অংশ নিচ্ছেন কর্মী সমাবেশ, প্রতিনিধি সভা, জেলা -উপজেলা সম্মেলনসহ বিভিন্ন গণসংযোগ কর্মসূচিতে।
বিএনপি ও জামায়াতের পাশাপাশি তৃণমূলে ছুটছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওর্য়ার্কাস পার্টি, নাগরিক ঐক্য, বিজেপি , খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রায় প্রতিদিনই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েস্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান , ডা. এ জেড এম জাহিদ হোসেন সহ দলটির প্রায় সকল কেন্দ্রীয় নেতা নিজ নিজ নির্বাচনী এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা-উপজেলা বিভিন্ন ধরণের সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
শনিবারও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ২০ নভেম্বর তিনি ফেনী জেলায়ও দলের সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। সেই কর্মসূচিতে অন্যান্য কেন্দ্রীয় নেতাদের সাথে ফেনী-১ আসনের নির্বাচনী সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনও অংশ নিয়েছিলেন। এদিকে দেশের অন্যান্য জেলা উপজেলার পাশাপাশি ঢাকা মহানগরীতে আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থীরা ব্যাপক গণসংযোগ কর্মসূচি শুরু করেছেন। ঢাকা- ৪ আসনে তানভীর আহমেদ রবিন প্রায় প্রতিদিনই শ্যামপুর-কদমতলীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করছেন। শনিবারও তিনি ৫৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা করেছেন। অপর দিকে ঢাকা -৬ আসনে প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে বিএনপির কেন্দ্রীয় আর্ন্তজাতিক উপ কমিটির সদস্য ইশরাক হোসেনও নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন।
জামায়াতে পক্ষ থেকে দলটির আমির ডা: শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ও মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মো. শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব নিয়মিত ভাবে দেশের বিভিন্ন জেলা- উপজেলায় জামায়াতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে দলকে সংগঠিত করার চেষ্টা করছেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ ই্উনূস আহমদ, আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টির আহবায়ক মেজর ( অব:) আব্দুল ওয়াহাব মিনার, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, যুগ্ন সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের আহবায়ক নুরুল হক নুর, সদস্য সচিব রাশেদ খান, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের আহবায়ক , মাহামুদুর রহমান মান্না, বিপ্লবী ওর্য়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সহ আরো বেশ কয়েকটি দলের নেতারা নিজ নিজ দলকে তৃণমূলে সুসংগঠিত করার জন্য দেশের বিভিন্ন জেলা উপজেলায় ছুটছেন।
উল্লেখ্য বিএনপির পক্ষ থেকে দলটির নেতারা বিভিন্ন সভা সমাবেশে অংশ নিয়ে প্রায় প্রতিদিনই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে দলীয় কর্মসূচিতে র্ভাচুয়ালী বক্তব্য দেওয়ার সময় দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছেন। শনিবারও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে র্ভাচুয়ালী অংশ নিয়ে তিনি বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তিসহ দেশের সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন। তবে বিএনপির পক্ষ থেকে দ্রুত নিবার্চনের কথা বলা হলেও জামায়াত চায় যোক্তিক সময়ে নির্বাচন। অভিন্ন মত রয়েছে এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদেরও ।