ই-পেপার শনিবার ২৭ জুলাই ২০২৪
শিরোনাম: পিকে হালদারসহ ১৪ জনের মামলার রায় ৮ অক্টোবর       ইতালিতে ফ্লাইওভার থেকে বাস ছিটকে পড়ে নিহত ২১       প্রবল বৃষ্টিতে সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ       জলবায়ু তহবিলে ‌‌`সমানভাবে' অর্থায়ন চাইলেন শেখ হাসিনা        আবারও বাড়ল সয়াবিন তেলের দাম        বঙ্গবন্ধুকে হত্যার পর অন্যদল ক্ষমতায় আসলেও বাসন্তীদের ভাগ্যের কোন পররিবর্তন হয়নি: প্রধানমন্ত্রী        দেশকে ধ্বংস করার জন্য দুই-তিনটা রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী       




চুরিতে বাধা দেয়ায় পিয়নকে হত্যা: আসামির আমৃত্যু কারাদণ্ড
আদালত প্রতিবেদক
Published : Thursday, 30 November, 2023 at 3:15 PM
রাজধানীর নিউমার্কেটের ট্রপিকাল সেন্টারের ফোরডি ডেভেলপমেন্ট অফিসে চুরিতে বাধা দোওয়ায় পিয়ন খায়রুল ইসলাম বাবুকে গলাকেটে হত্যার অভিযোগে করা মামলায় আসামি রাজিবুল হক ওরফে মুন্নার আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। 

মামলার সূত্রে জানা যায়, নিহত খায়রুল ইসলাম বাবু নিউমার্কেটের সাহেরা ট্রপিকেল সেন্টারে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালের ১০ মে বাসা থেকে বের হয়ে আসেননি। পরে তার অফিসের কনফারেন্স রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মামলার চার্জগঠন সূত্রে জানা যায়, সে বছরের ১১ মে ফোরডি ডেভেলপমেন্টের অফিসে আসামি রাজিবুল হক চুরি করতে আসলে তাকে বাধা দেওয়ায় অফিস লের পিয়ন খায়রুলকে গলায় তার পেচিয়ে হত্যা করা হয়। পরে ছুরি দিয়ে গলায় আঘাত করে মৃত্যু সুনিশ্চিত করা হয়। 

এ ঘটনায় ২০১১ সালের ১৫ মে নিহত খায়রুল ইসলাম বাবুর বোন আমেনা বেগম বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন। 

এরপর ২০১৩ সালের ৩০ এপ্রিল মামলায় আসামি রাজিবুল হকের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন আদালত।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected], [email protected]