প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৫:৫৯ পিএম (ভিজিটর : ১২৭৭)
চট্টগ্রাম মহানগরের চেরাগি পাহাড় মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশের বিভিন্ন স্থানে ‘হিন্দুদের ওপর হামলার’প্রতিবাদে শনিবার বিকেলে সড়ক অবরোধ করে নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন তারা। দাবি অনুযায়ী দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
কর্মসূচিতে ‘আমরা কেন স্বাধীন নই’,‘আমার মন্দিরে হামলা কেন?দেশ ছাড়তে হুমকি কেন? রাষ্ট্র জবাব চাই, ‘মানবসেবা যাদের ধর্ম তাদের ওপর হামলা কেন?’ বাঁচতে হলে লড়তে হবে, আঘাত আসবে যেখানে প্রতিরোধ হবে সেখানে’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। এ সময় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। কর্মসূচীতে সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখতে দ্রæত সময়ের মধ্যে সব হামলার ঘটনার বিচার দাবি করেন তারা।
এদিকে, কোটা আন্দোলন, সরকারের পতনের দাবিতে এক দফা সফল আন্দোলনের পর আবারও উত্তাল হলো চট্টগ্রাম। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা এবং মন্দিরে হামলা ও আগুন দেয়ার অভিযোগ উঠে। এরই প্রতিবাদে শনিবার বিকেলে চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেন তারা।
এর আগে সকালে নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধীরা।