প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:২৮ পিএম (ভিজিটর : ৭৮)
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসাইন (৪৭) নামে একজনের পা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে হয়ে।
শুক্রবার ৩১ অক্টোবর রাত সাড়ে ৯ টার সয়ম সাধনপুর ইউনিয়ন এককাইত্তা পুকুর পাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত হোসাইন উপজেলার শেখেরখীল এলাকার মো. আজু মিয়ার ছেলে, তিনি বেসরকারি একটি ব্যাংকের চাকরি করেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানাই, গতকাল এককাইত্তা পুকুর পাড় এলাকায় একটি সিএনজিচালিত চেক্সি ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, এসময় টেক্সির যাত্রী মো. হোসাইনের পা আটকে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর গরু আহত হয়। স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
বাঁশখালী থানা পুলিশের রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাকচী জানান,আহত ব্যক্তিকে সিএনজির যাত্রী ছিল, দুঘর্টনার পর গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
স্থানীয়দের অভিযোগ বাঁশখালী সড়কে অতিরিক্ত যানবাহন চলাচল ও লাইসেন্সবিহীন চালকদের বেপরোয়া গতির কারণে প্রায় দুর্ঘটনা ঘঠছে।