ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ২ নভেম্বর ২০২৫ ১৮ কার্তিক ১৪৩২
ই-পেপার রবিবার ● ২ নভেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




জুনিয়র অ্যাম্পিউটি ফুটবল প্রোগ্রাম শুরু
স্পোর্টস রিপোর্টার :
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৭:০২ পিএম  (ভিজিটর : ৪৮৮)
বাংলাদেশে প্রথবারের মতো জুনিয়র অ্যাম্পিউটি ফুটবলার তৈরির কার্য্যক্রম চালু করলো স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স (শি) ও আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)। দেশে প্রতিদিন বহু মানুষ দূর্ঘটনাজনিত কারনে অঙ্গহানি, জন্মগত সমস্যা বা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করেছেন। 

তাদের জন্য খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যমই নয় - বরং তাদের আত্মবিশ্বাস, পূনর্বাসন ও সামাজিক অনতর্ভুক্তির এক শক্তিশালী হাতিয়ার। সে বিষয়গুলো বিশেষ গুরুত্ব বিবেচনা করে কাজ করে যাচ্ছে স্পোর্টস ফর হোপ এন্ড ইনডিপেনডেন্স (শি) এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। 

তারা এবার যৌথভাবে জুনিয়র অ্যাম্পিউটি ফুটবল প্রোগ্রাম দিয়ে যাত্রা করলো। গত ২৯ অক্টোবর বুধবার সংসদ ভবনস্থ আসাদ গেট সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। 

এর আগে গত ২৫ -২৯ অক্টোবর এই পাচঁ দিন সারা দেশ থেকে ১২  থেকে ১৮ বছর বয়সি ২৪ জন এবং ২৪ বছরের নিচে আরো ৪ জন অ্যাম্পিউটি তরুণ-তরুণী ফুটবলার বিশেষ অনুশীলনের মাধ্যমে ছেলে ও মেয়ে গ্রুপে ভাগ হয়ে দুটি খেলায় অংশ নেয়। 

প্রতি দলে মোট ৭ জন করে খেলোয়াড় ছিলো। উদ্বোধনী দিনে কেক কেটে জুনিয়র খেলোয়াড়দের সাথে  কুশল বিনিময় করেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিআরপি ফাউন্ডার সিস্টার ভেলোরী টেইলর, আইসিআরসির হেড অব অপারেশন অ্যাঞ্জেলিকা শপ, শারমিন ফারহানা, (সভাপতি) স্পোর্টস ফর হোপ এন্ড ইনডিপেনডেন্স (শি), মাহবুবা পান্না , সহ সভাপতি , স্পোর্টস ফর হোপ এন্ড ইনডিপেনডেন্স। 

সুভাষ সিনহা (ম্যানেজার)  আন্তর্জাতিক রেডক্রস কমিটি, ড. মারুফ আহমেদ মহাসচিব - ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশ, আসিফুল হাসান মাসুদ কোষাধক্ষ , ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশ। স্পোর্টস ফর হোপ এন্ড ইনডিপেনডেন্স এর হেড অব স্পোর্টস ফর ডেভলাপমেন্ট পাপ্পু লাল মদক। 

সেদিন বাছাইয়ের সেরা ছেলে ও মেয়ে ফুটবলার নিয়ে গঠিত দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। মেয়েদের ফাইনালের ফলাফল : সবুজ দল বনাম গোলাপি দল বিজয়ী: সবুজ দল (২ -১)।  সেরা খেলোয়াড় : নিশাত। ছেলেদের ফাইনাল : নীল দল বনাম হলুদ দল। বিজয়ী: নীল দল (৩-০)। সেরা খেলোয়াড় : জিয়াম। 

সমাপনী দিনে বিশেষ অতিথি, অংশীদার এবং সহায়ক সংস্থাগুলোর বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-
মেঘলা মাহমুদ - ম্যানেজার, টেরেডেস হোমস, সাজিদা ফাউন্ডেশন থেকে: মোঃ নোমানুজ্জামান, পরিচালক, সক্ষমতা বৃদ্ধি। তামান্না ফেরদৌস, পরিচালক, উন্নয়ন কর্মসূচি,  হৃদয় ইসলাম, সিনিয়র ম্যানেজার, অংশীদারিত্ব ও তহবিল সংগ্রহ ইউনিট মোঃ রমজান আলী জাতীয় শিক্ষা কর্মসূচী কর্মকর্তা, ইউনেস্কো ডঃ মারুফ আহমেদ মৃদুল মহাসচিব, জাতীয় প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশ সুভাষ সিনহা ব্যবস্থাপক, আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) মিসেস মাহবুবা পান্না সহসভাপতি, স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। 

উল্লেখ্য, এসএইচআই ও আইসিআরসি ২০২৪ সালে এশিয়ার প্রথম নারী অ্যাম্পিউটি ফুটবল দল গঠন করে ইতিহাস সৃষ্টি করে।

এবারের পাচঁ দিনের ক্যাম্পিং প্রোগ্রামে কোচিং এর দায়ীত্বে ছিলেন হুমায়ুন কবীর খোকন, মো. আনোয়ার হোসেন, মো. আরিফ ও স্বর্ণা। রেফারী নয়ন।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com