ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




যশোর বাজার থেকে ২৩টি স্বর্ণেরবারসহ আটক ২
বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫:৪০ পিএম  (ভিজিটর : ১৫৪)

আজ ৫ জুলাই ৫ টার সময়  যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মুরাদগড় বাজারের বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর হতে ০২ জন আসামীসহ ৩.০৯৫ কেজি ওজনের ২৩ (তেইশ) টি স্বর্ণের বার এবং ০৩টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তিদের কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা-(১) আরিফুল ইসলাম (৩০), পিতা-আব্দুল বারী, গ্রাম-সালতা, ডাকঘর-লক্ষণপুর, থানা-শার্শা, জেলা-যশোর, (২) মোঃ মেহেদী হাসান (২৫), পিতা-আব্দুল মালেক, গ্রাম-জীবননগর, ডাকঘর-জীবননগর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা। 

আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪,৫৬,৭২,৯১৫/-(চার কোটি ছাপ্পান্ন লক্ষ বাহাত্তর হাজার নয়শত পনের) টাকা এবং ০৩টি মোবাইলের মূল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকাসহ *সর্বমোট সিজার মূল্য ৪,৫৭,১৭,৯১৫/-(চার কোটি সাতান্ন লক্ষ সতের হাজার নয়শত পনের) টাকা।*

আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]