ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবিতে নিহত ৪, নিখোঁজ ৩৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১১:৫৩ এএম  (ভিজিটর : ৫৪)
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উপকূলে ৬৫ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৩৮ জন এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে পূর্ব জাভা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের কর্মকর্তা থালিব এই তথ্য নিশ্চিত করেন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ডুবে যাওয়া ফেরিটির নাম ‘কেএমপি তুনু প্রাতামা জায়া’। এটি বুধবার দিনের শেষভাগে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ছেড়ে বালির গিলিমানুক বন্দরে যাচ্ছিল।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রা শুরুর প্রায় আধাঘণ্টা পর ফেরিটি সাগরে ডুবে যায়।

উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, ফেরিটিতে ৫৩ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। এ ছাড়া ১৪টি ট্রাকসহ মোট ২২টি যানবাহন ছিল ফেরিটিতে।

স্থানীয় পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা এএফপিকে জানান, এ পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তাদের অনেকেই দীর্ঘক্ষণ সাগরে ভেসে অচেতন হয়ে পড়েছিলেন।

রাতভর উদ্ধার অভিযানে অংশ নেয় ৯টি উদ্ধারকারী নৌকা। তবে ৬ ফুটের বেশি উচ্চতার ঢেউ ও ঘন অন্ধকারে উদ্ধারকর্মীদের হিমশিম খেতে হয়েছে বলে জানানো হয়। নিখোঁজদের সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]