ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




জুলাই শহীদদের স্মরণে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মাছের পোনা অবমুক্তকরণ
কবি নজরুল কলেজ সংবাদদাতা :
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৮:২০ পিএম  (ভিজিটর : ৪৫৪)
২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান শহীদ আবদুল্লাহ সিদ্দিকসহ সকল শহীদদের স্মরণে মাছের পোনা অবমুক্ত করেছে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (১জুলাই) সকালে এই কর্মসূচি পালন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন হাবীবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.)  মো. ইমরুল কায়েস ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী বর্দ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন সদ্দার, সহযোগী মো. আবু বক্কর, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মাসুদ পারভেজ, প্রভাষক মো. জাকির ও মো. মেহেদী হাসান রাকিব, থিয়েটার এন্ড মিডিয়া বিভাগের প্রভাষক মো. মোস্তফা আমিন, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মো. ফেরদৌস হাসান প্রমুখ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটির জুলাই আন্দোলনে শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর মমতাময়ী মা, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ মো. জাকির হাসান ও মো. ওমর হাওলাদার।

মাছের পোনা অবমুক্তকরণে আরো উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ  ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য মো.আসাদুল ইসলাম, ছাত্রদল নেতা মো. জিয়াউল ইসলাম, মো. জিয়াউল হক, মো.রিয়াজুল আলম প্রমুখ।

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি আছে। আজকের এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদল শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল ও সচেতন করে তোলার বার্তা দিয়েছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]