প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৩:৫৬ পিএম (ভিজিটর : ১০৫)
যাও, আজ তোমাকে দিলাম ছুটি
মুষলধারে বৃষ্টি ঝরছে
আকাশের কোন শাসন বারণ নেই
চেপে ধরেছে রোদে টুঁটি।
টুঁটি চেপে আকাশের রোদ নিয়েছে চুষে
প্লাবিত বনভূমির মাটি
কেড়ে নিয়ে নিঃস্বার্থভাবে বিতরিত করছে
গরীব মানুষের ঘরের খুটি।
আকাশের দাম্ভিকতায় আজ আমরা
দুর্বোধ্য স্বপ্ন নিয়ে অসহায়
ডাঙ্গায় তোলা মাছের মতো খাবি খাই
আর খুঁজি জীবনের মোটিভ ।