ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৯ নভেম্বর ২০২৫ ২৫ কার্তিক ১৪৩২
ই-পেপার রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




পৃথক মামলায় আওয়ামী লীগের সাবিনা তুহিন ও মুরাদ ফের রিমান্ডে
আজহারুল এইচ ফরাজী
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ২:৩২ পিএম  (ভিজিটর : ১৪৭)
আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে দুই দিন ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম পার্থ ভদ্র।

শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধ আইনের মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনার সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। আর বৈষম্যবিরোধী আন্দোলনে ধানমন্ডিতে আব্দুল মোতালেব ওরফে মুন্না নিহতের মামলায় মুরাদের ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাবিনার দুই দিন এবং মুরাদের এক দিনের রিমান্ডের আদেশ দেন।

সাবিনা মামলার অভিযোগ অনুযায়ী, গত ৪ এপ্রিল সকালে যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ইশরাত জাহান নাসরিনের নেতৃত্বে ১৪-১৫ জন পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে মিছিল করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম গতিশীল এবং ‘সন্ত্রাসী সংগঠনকে’ উৎসাহিত করতে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি তুলে স্বাধীন দেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র করে বলে এজাহারে বলা হয়।

এ ঘটনায় ৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। শাহে আলম মুরাদের মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ৪ অগাস্ট ধানমন্ডিতে ১৪ বছরের শিশু আব্দুল মোতালেব ওরফে মুন্না নিহত হন। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com