ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মামদানি 'ভদ্র না হলে' নিউ ইয়র্ক সিটির অর্থ বন্ধের হুমকি ট্রাম্পের
কৌশলী ইমা, নিউ ইয়র্ক থেকে
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২:১৯ পিএম  (ভিজিটর : ৬৩)
রবিবার (স্থানীয় সময়) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, যদি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক সোশালিস্ট প্রার্থী জোহরান মামদানি নির্বাচিত হন এবং 'শিষ্ট আচরণ' না করেন, তাহলে শহরটির জন্য ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেবেন তিনি।
মামদানি অবশ্য ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, “আমি কমিউনিস্ট নই।” তবে তিনি নিজের অবস্থানে অটল থেকে বলেন, “আমি মনে করি না সমাজে কোটিপতিদের থাকা উচিত,” এবং নিউ ইয়র্কের ধনীদের ওপর কর বৃদ্ধির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
ফক্স নিউজে মারিয়া বার্টিরোমোর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মামদানির জয় অসম্ভব বলে মনে করি, কারণ সে একজন বিশুদ্ধ কমিউনিস্ট।” তিনি আরও বলেন, “ধরুন সে জিতে যায়, আমি তখন প্রেসিডেন্ট থাকব। সে যদি সঠিক কাজ না করে, তাহলে তারা এক ডলারও পাবে না।”
নিউ ইয়র্ক শহরে ফেডারেল বিভিন্ন কর্মসূচি ও সংস্থার মাধ্যমে বছরে $১০০ বিলিয়নেরও বেশি অর্থ প্রবাহিত হয়, শহরের কম্পট্রোলারের হিসাব অনুযায়ী।
এদিকে এনবিসি'র 'মিট দ্য প্রেস'-এ মামদানি বলেন, “আমি কমিউনিস্ট নই।” তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার গায়ের রঙ, উচ্চারণ, পরিচয় নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলেন শুধু জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে।
মামদানি বলেন, তিনি মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের কথায় অনুপ্রাণিত, যিনি বলেছিলেন: “ডেমোক্রেসি বলুন বা ডেমোক্রেটিক সোশালিজম—দেশের প্রতিটি মানুষ যেন সঠিকভাবে সম্পদের ভাগ পায়, সেটাই আসল কথা।”
তিনি বলেন, তার করনীতির লক্ষ্য হল বহির্বর্তী এলাকা যেমন ব্রঙ্কস বা কুইন্সের মধ্যবিত্তদের ওপর থেকে করের বোঝা সরিয়ে ধনীদের ওপর কর আরোপ করা। মামদানির কথায়, “এটি জাতিভিত্তিক নয়, বরং যে এলাকাগুলো করবঞ্চিত, সেগুলোর একটি বাস্তব মূল্যায়ন।”
তার জয় নিয়ে অনেক মধ্যপন্থী ডেমোক্র্যাট উদ্বেগ প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল বলেন, “আমাদের মাঝে কিছু মতভেদ আছে, তবে কথাবার্তা চালিয়ে যেতে হবে।”
মামদানি বলেন, “আমার নীতিমালা বাস্তবতার নিরিখে তৈরি। মানুষ এখন বোঝতে পারছে, ডেমোক্র্যাটিক পার্টি যদি সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, তবে ট্রাম্পীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।”
ট্রাম্প মামদানির জয় নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, “এটা সত্যিই চমকে দেওয়ার মতো।”
তিনি মামদানির ইসরায়েল-বিরোধী অবস্থান, অভিবাসন নীতির সমালোচনা এবং নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি নিয়েও তীব্র সমালোচনা করেন। বলেন, “সে এক উন্মাদ বামপন্থী।”
জবাবে মামদানি বলেন, “ডেমোক্র্যাটরা কেবল ট্রাম্পের বিরুদ্ধে নয়, নিজেদের পক্ষেও কিছু নিয়ে এগিয়ে আসুক। আমাদের এই প্রচারাভিযান শ্রমজীবী মানুষের পক্ষে সম্মান পুনরুদ্ধারের জন্য।”





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]