ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




সমাজে কোটিপতিদের থাকা উচিত নয়: নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী জোহরান মামদানি
নিউ ইর্ক থেকে কৌশলী ইমা
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২:১৮ পিএম  (ভিজিটর : ৬১)
নিউ ইয়র্ক সিটির মেয়রপ্রার্থী ও স্বঘোষিত ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি রোববার (স্থানীয় সময়) এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, 'আমার মনে হয় না আমাদের সমাজে কোটিপতি থাকা উচিত।' এনবিসি নিউজ-এর 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার তাঁকে প্রশ্ন করেন: আপনি নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট বলেন। আপনি কি মনে করেন কোটিপতিদের থাকার অধিকার আছে?
উত্তরে মামদানি বলেন, 'আমি মনে করি না আমাদের সমাজে কোটিপতি থাকা উচিত। কারণ এটি অসমতার এক চরম রূপ-একদিকে বিপুল অর্থ, অন্যদিকে এত মানুষের অভাব। আমাদের দরকার আরও বেশি সমতা-শহরে, রাজ্যে এবং গোটা দেশে।'
তিনি আরও বলেন, 'আমি ধনীদের সঙ্গেও কাজ করতে প্রস্তুত, যেন আমরা সবাই মিলে একটি ন্যায়সঙ্গত শহর গড়ে তুলতে পারি।'
এই সপ্তাহে আমেরিকান রাজনীতি পর্যবেক্ষকদের চমকে দিয়ে মামদানি নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মনোনয়নের দৌড়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পেছনে ফেলে এগিয়ে যান। নির্বাচিত হলে মামদানি হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত মেয়র।
এক্স (সাবেক টুইটার) এ পোস্ট করে মামদানি বলেন, 'নেলসন ম্যান্ডেলার ভাষায়: এটি সবসময়ই অসম্ভব মনে হয় -যতক্ষণ না এটি হয়ে যায়। বন্ধুরা, এটি সম্পন্ন হয়েছে। আর আপনারাই এটি সম্ভব করেছেন। আমি গর্বিত নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হতে পেরে।'
‘মিট দ্য প্রেস’-এ তিনি আরও বলেন, 'নিউ ইয়র্কের প্রতি চারজনে একজন দারিদ্র্যের মধ্যে বাস করছে, আর বাকিরা রয়ে গেছে এক অনিশ্চয়তার জালে। এই শহরকে এমন হতে হবে, যা প্রতিদিনের পরিশ্রমে যারা এটি গড়ে তুলছে তাদের নাগালের মধ্যে থাকে।'





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]