ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




শেষ পর্যন্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়েই দিলেন শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১:২৭ পিএম  (ভিজিটর : ৯৭)
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। শেষ পর্যন্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়েই দিলেন শান্ত। শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানের লজ্জার হারের পর সংবাদ সম্মেলনে এসে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে শান্ত জানান, তিনি আর টেস্ট দলের নেতৃত্বে আর থাকতে চান না যা ইতিমধ্যে বিসিবিকেও জানিয়ে দিয়েছেন।  
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটেই অধিনায়কত্বের ভার পেয়েছিলেন শান্ত।
তবে সবকিছু গুছিয়ে নেওয়ার আগেই গত বছরই নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। বিসিবি তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে সে সিদ্ধান্ত থেকে তখন সরে আসেন, তবে টি-টোয়েন্টির দায়িত্বটা তখনই ছেড়ে দেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ শুরুর আগে হঠাৎ করেই তার ওয়ানডে অধিনায়কত্ব চলে যায় মেহেদী হাসান মিরাজের হাতে। সেই রদবদলের পর থেকেই গুঞ্জন ওঠে, টেস্ট নেতৃত্ব থেকেও বিদায় নিতে পারেন শান্ত। শেষ পর্যন্ত সেটিই ঘটল।
পারফরম্যান্সের বিচারে অবশ্য অধিনায়ক হিসেবে শান্তের রেকর্ড চোখে পড়ার মতো। টেস্টে তার ক্যারিয়ার গড় যেখানে ৩২, সেখানে অধিনায়ক হিসেবে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ। এখন পর্যন্ত টেস্টে ৭ সেঞ্চুরি ও ৫ ফিফটির মধ্যে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি এসেছে নেতৃত্ব পাওয়ার পর।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]