বগুড়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র মামলাসহ এক-ডজন মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেদী হাসান হৃদয় (৩২) শহরের উত্তর চেলোপাড়ার মৃত আলম হোসেনের ছেলে।
বুধবার ভোরে সদর থানার উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, জমি দখল, বালু সিন্ডিকেট, মাদক ব্যবসা, সুদের কারবারিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার অভিযোগ রয়েছে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হৃদয় ব্যাপারী একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের ডানহাত খ্যাত এবং বিগত ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ ১০টির অধিক মামলা আদালতে বিচারাধীন আছে।