ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




প্রবাসী রাসেলের অনুদানে বেঁচে যাবে চারটি জীবন
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪:৩২ পিএম  (ভিজিটর : ১৯৪)
নাটোরের গুরুদাসপুরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রঞ্জনা রানী (২৫) চিকিৎসা করতে নিজের সহায়সম্বল বিক্রি করে দিয়েছেন। টাকার অভাবে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা বন্ধ করে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। তার কষ্টের কাহিনী জানতে পেরে ৬ লাখ দিয়ে সহযোগিতা করেছেন আমেরিকার ওকলাহোমা প্রবাসী রাসেল হোসাইন।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে রঞ্জনার স্বামী বিদ্যুৎ হালদারের কাছে ওই ৬ লাখ টাকা তুলে দেন প্রবাসী রাসেলের বাবা মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম। মানবতা প্রেমী রাসেলের দেয়া টাকায় আবার চিকিৎসা হবে রঞ্জনার। আশার আলো দেখছে তার পরিবার। টাকা হাতে পেতে খুশিতে অশ্রুসিক্ত হন তারা।
অসুস্থ, দুস্থ ও অসহায়দের প্রতি মানবতার ফেরিওয়ালা যেন প্রবাসী রাসেল হোসাইন। ওই একই সাথে উপজেলার বিলহড়িবাড়ি গ্রামের দরিদ্র কৃষক বুদ্দু মিয়া (৪৮) কে ৪০ হাজার টাকা, সাবগাড়ী গ্রামের বিধবা সুকজান (৫০) কে ৩০ হাজার টাকা ও নারী শ্রমিক আমেনা বেগমের (৫২) চোখের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা প্রদান করেন রাসেলের বাবা। 

রঞ্জনা আবেগভরা কন্ঠে বলেন, “মানবতা, সহানুভুতি ও ভালোবাসা এখানো বেঁচে আছে। প্রবাসী রাসেল হোসাইনের মহান উদারতায় আমি চিকিৎসা শেষে আবার নতুনভাবে বাঁচবো।”

কৃষক বুদ্দু বলেন, উনি (রাসেল) না থাকলে পুনরায় হাঁটার স্বপ্নই ভুলে যেতাম। আল্লাহ তাকে দীর্ঘায়ু ও নেক হায়াত দান করুক।

প্রবাসী রাসেল হোসাইন জানান, “অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমার একটু সহযোগিতায় কেউ সুস্থ্য জীবন ফিরে পেলে তাতেই আমার শান্তি”।

প্রবাসী রাসেলের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম বলেন, “দেশের জন্য যুদ্ধ করেছি। মানুষ কষ্টে থাক তা চাইনা। আমার ছেলে যেন অসহায়দের পাশে থাকতে পারে-এ দোয়া চাই সকলের।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]