ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




শিবগঞ্জে মাদকে বাধা দেওয়ায় মৎস্য চাষীকে কুপিয়ে জখম, নারীসহ গ্রেফতার ৬
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪:১৯ পিএম  (ভিজিটর : ১৫৭)
বগুড়ার শিবগঞ্জে  মাদক ব্যাবসায় বাধা দেওয়ার মৎস্য চাষীকে কুপিয়ে আহত করেছে মাদক কারবারিরা। মঙ্গলবার দুপুরে মাদকের  হটস্পট হিসেবে পরিচিত উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে  মাচইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তির নাম নুর আলম (৩৫)। তিনি মাচইল গ্রামের জয়েন ফকিরের ছেলে। এঘটনায়  নারীসহ ৬জনকে আটক করে  থানা পুলিশ। আটককৃতরা হলেন মোজাফ্ফর হেসেন এর ছেলে সুমন (৩২), জব্বার এর ছেলে মোজাফ্ফর হোসেন (৪৮), মোজাফ্ফর হোসেন এর ছেলে তৌহিদ (২০) সাকিব (২৩) মোজাফ্ফর হোসেন এর স্ত্রী শাহিনুর বেগম, মহাতাব হোসেন এর স্ত্রী তাজে বেগম (৪২)। 

জানা যায়, নূর আলম (৩৫) এর সঙ্গে একই গ্রামের মোজাফ্ফর হোসেন এর ছেলে মাদক কারবারি হিসাবে পরিচিত সুমন গংদের সঙ্গে মাদক বাধা দেওয়া নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ঘটনার দিন  দুপুরে নূর আলমকে একা পেয়ে সুমন গংরা দা ও হাসুয়া দিয়ে বেধরকভাবে মারপিট করে এবং  তার মাথায়  আঘাত করায় সে মাটিতে লুটিয়া পরে। 
এসময়  স্থানীয় লোকজনজন তাকে উদ্ধার করে বগুড়া শজিমেকে ভর্তি করে দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করে নেন। এঘটনায় নূর আলম এর বোন ফরিদা বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। বাদী ফরিদা বেগম বলেন, আমার ভাই একজন মৎস্য ব্যবসায়ী। মাদক ব্যবসায় বাধা দিলে প্রতিপক্ষরা আমার ভাইকে মারপিট করে আহত করে। মামলার প্রেক্ষিতে রাতেই থানা পুলিশ ৬জন কে গ্রেফতার করেছেন। 

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এবিষয়ে রাতেই মামলা নেওয়া হয়েছে এবং ৬ জনকে গ্রেফতার করা জেল হাজতে প্রেরন করা হয়েছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]