কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৮ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ জুন) সকাল ৯টার পর জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন জানান, চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এসব মামলায় মোট সাতটি রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. আনোয়ারুল কবির সাতটি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রতিটি মামলায় দুই থেকে চারদিন করে রিমান্ড দেওয়া হয়। এর মধ্যে চকরিয়া থানায় দায়ের করা মামলার সংখ্যা পাঁচটি এবং পেকুয়া থানায় দুটি।
রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। প্রায় অর্ধকিলোমিটার এলাকাজুড়ে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। শুনানিকালে জাফর আলমের পক্ষে অংশ নেন একাধিক আইনজীবী।
এদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আদালতে তোলার পর থেকে মুক্তির দাবিতে চকরিয়ার বিভিন্ন স্থানে তার সমর্থক-ভক্তরা মিছিল ও মানববন্ধন করেছেন।