প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১২:৪৬ পিএম (ভিজিটর : ৭৬)
কলারোয়ায় চাষকৃত গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে দীর্ঘ কয়েক ফুট লম্বা তাজা সবুজ ৭টি গাঁজা গাছ। সূত্র জানায়, কলারোয়া সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামে গোপনে গাঁজা চাষের অভিযোগে অশোক কুমার পরামানিককে(৪৯) আটক করা হয়। সে ওই গ্রামের মৃত কানাই পরামানিকের ছেলে। আটককৃতের বিরুদ্ধে বাড়ির উঠানসংলগ্ন পটল ক্ষেতের ভেতরে ১০ ফুট লম্বা ৭টি গাঁজা গাছ রোপণ ও পরিচর্যার করার অভিযোগ ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই নাসির উদ্দিন, আব্দুর রউফ, মিজানুর রহমান, আনিসুর রহমান, আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স সোমবার অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা দায়ের করে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।