ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মান্দায় সিএনজির ধাক্কায় প্রাণ গেলো নাতনীর, আটক ১
মান্দা (নওগাঁ) সংবাদদাতাঃ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭:৩৭ পিএম  (ভিজিটর : ৬৭)
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আছিয়া জান্নাত নামে এক শিশু’র মর্মান্তিক মৃত্যু হয়েছে । মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে কসব ইউনিয়ন পরিষদের পাশের (পলাশবাড়ি- পাঁজরভাঙ্গা) সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। আড়াই বছর বয়সী নিহত আছিয়া জান্নাত উপজেলার  বিষ্ণপুর ইউনিয়নের চকরামপুর  গ্রামের গার্মেন্টসকর্মী আকাশের  একমাত্র মেয়ে।

নিহতের দাদা মোজাম্মেল হক বলেন, আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিজ বাড়ি থেকে তিনি ,তার স্ত্রী আঞ্জুয়ারা,ছেলে আকাশ,ছেলের স্ত্রী মৌসুমী এবং ওই নাতনী  আছিয়া জান্নাতসহ একটি ভ্যানযোগে তালপাতিলা মোড় হয়ে জোঁকাহাট  আত্রাই নদী পাড় হয়ে

দাদার শশুড় বাড়ি পার্শ্ববর্তী বাগমারা উপজেলার সোনা ডাঙ্গা গ্রামে ঈদের দাওয়াত খাওয়ার জন্য রওনা দেন। মাঝপথে বেলা সাড়ে ১১ টার দিকে কসব ইউনিয়ন পরিষদের পাশে প্রায় ১০০ ফুট দূরত্বে (পলাশবাড়ি- পাঁজরভাঙ্গা) সড়কে পৌঁছলে পেছন থেকে আসা একটি দ্রুতগামী  সিএনজি ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরত্বও আহত হয়। 

অপরদিকে, তার স্ত্রী এবং ছেলের স্ত্রীসহ তারাও আহত হন। এদের মধ্যে আছিয়া জান্নাতকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসনিম হোসাইন আরিফ আছিয়া জান্নাতকে নিহত বলে ঘোষনা করেন। 

অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান। অপরদিকে রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়ী (খামারপাড়া) গ্রামের আব্দুল মজিদের ছেলে সিএনজি চালক মিজানুর রহমানকে  আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিএনজি জব্দ করাসহ  চালককে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]