ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




প্রার্থী বাচাইয়ে নজর বিএনপির
সোহাগ রাসিফ :
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭:২৪ পিএম  (ভিজিটর : ১৭৪)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় থাকলেও লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংলাপের পর সে ধোয়াশা কেটেছে বিএনপির। আগামী ফেব্রæয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে ঐক্যমত হয়েছে সরকার ও বিএনপি। 

নির্বাচন কমিশনের তফশিল ঘোষণার পর থেকে নির্বাচনকেন্দ্রিক সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবার কথা থাকলেও  এখনই প্রস্তুতিতে এগিয়ে থাকার চেষ্টা করছে দলটি। তাই দলীয় মনোনয়ন ও প্রার্থী বাছাইয়ে মনোযোগ দিচ্ছে বিএনপি। ইতোমধ্যে ঠিক করেছে প্রর্থী বাছাইয়ের মানদন্ড।

সারাদেশে বিএনপির অসংখ্য নেতৃবৃন্দের মধ্যে প্রার্থী বাছাই করা এখন বড় চ্যালেঞ্জ। দীর্ঘ সাড়ে পনের বছর অনেকে রাজপথে আন্দেলন সংগ্রাম করেছেন। আবার ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অসংখ্য প্রার্থী বিএনপির হয়ে নির্বাচন করতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। 

কোন মানদন্ডকে নীতি মেনে ধানের শীষের টিকেট দেওয়া হবে, ইতোমধ্যে তা ঠিক করছে দলটির হাইকমান্ড। এর জন্য দীর্ঘদিন ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রর্থীদের আমলনামা সংগ্রহ করছেন। উপযুক্ত প্রার্থী বাছাইয়ে কয়েক দফা জরিপ করছে হাইকমান্ড এবং তা অবিরত রাখবে চ‚ড়ান্ত মনোনয়নের পূর্ববর্তী সময় পর্যন্ত। 

বিএনপির হাইকমান্ড সূত্র জানায়, প্রার্থী মনোনয়নের মানদন্ড হিসাবে ৩টি যোগ্যতাকে প্রাধ্যান্য দিচ্ছে বিএনপি। তা হলো- গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই-সংগ্রাম করে দেশ ও দলের জন্য যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে; যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকার জনগণের কাছে ভালো মানুষ হিসাবে সুপরিচিত এবং ভোটের রাজনীতিতে যিনি নির্বাচনি এলাকায় বেশি জনপ্রিয়।

 যাদের মধ্যে এই যোগ্যতাগুলো থাকবে না, তারা মনোনয়ন তালিকা থেকে বাদ পড়বেন। এছাড়া পরিবর্তিত রাজনৈতিক চাহিদা ও তরুণ নেতৃত্বের কথা মাথায় রাখবে দলটি। যেখানে রাজপথে ভালো নেতৃত্বের পাশাপাশি ভ‚রাজনৈতিক জ্ঞানসমৃদ্ধ, আধুনিক ও মেধাভিত্তিক রাজনীতির চর্চা করছেন, তারাও প্রার্থী বাচাইয়ে গুরুত্ব পাবে। ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষে অংশ নেওয়া প্রার্থীদের বর্তমান অবস্থান পর্যালোচনা করে এবং তাদের পজেটিভ কর্মকান্ড দেখে ধানের শীষের টিকেট দেওয়া হবে।

বিএনপির গঠনতন্ত্রের ১৪ অনুচ্ছেদে উল্লেখ আছে, জাতীয় সংসদ নির্বাচন কিংবা অন্য যে কোনো নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনয়নে দলের একটি পর্লামেন্টারি বোর্ড থাকবে। জাতীয় স্থায়ী কমিটিই হবে সেই পার্লামেন্টারি বোর্ড। যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করবে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভোরের ডাককে বলেন, বিএনপি নির্বাচনমূখী দল। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে যারা দলের পক্ষে থেকে দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছে, দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে এবং যাদের ক্লীন ইমেজ ও জনগনের কাছে গ্রহনযোগ্যতা আছে, তাদেরকে নিশ্চয়ই দল প্রধান্য দিবে। যারা নানা অপকর্মে লিপ্ত থাকার সুনির্দিষ্ট প্রমান থাকবে ও জনগন থেকে বিচ্ছন্ন, তাদের মনোনয়ন দিবে না দল।

প্রার্থী বাচাইয়ের বিষয়ে  নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, প্রার্থী বাচাইয়ের জন্য এখনও সময় আছে। জনগনের কাছে গ্রহনযোগ্য হবে -এমন প্রার্থী বাচাইয়ের জন্য আমরা আগে থেকে কাজ শুরু করেছি। 

দীর্ঘদিন পর যেহেতু মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে, তাই প্রার্থী মনোনয়নে বড় চমক আসকে পারে। তরুণ প্রজন্ম, জনগন ও দলের স্বার্থে নবীন-প্রবীনের সমন্বয়ে এবারের মনোনয়ন তালিকা করা হবে। আবার যাদেরকে নিজ এলাকার জনগন মেনে নিবে না, যাদের বিরুদ্ধে অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ আছে, তারা প্রার্থী হতে পারবেন না। এছাড়া গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের দীর্ঘ সময়ে যেসব মিত্ররা পাশে ছিল, তাদের জন্য কিছু আসন ছেড়ে দিবে দল।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর টানা সাড়ে ১৫ বছরের শাসনআমলে তিনটি জাতীয় সংসদ নির্বাচন হয়। এর মধ্যে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল। তবে ২০১৮ সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি, যদিও পরে নির্বাচন থেকে সরে আসে। প্রতিক‚ল পরিবেশে অংশ নেওয়া এই নির্বাচনে একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থীকে চিঠি দিয়েছিল দলটি। তবে আগামী জাতীয় নির্বাচনে এমনটি করা হবে না বরং প্রত্যেক আসনে একক প্রার্থী নির্ধারন করা হবে বলে জানায় দলটি।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]