রাজধানী ঢাকার সরকারি সাত কলেজের স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল বুধবার (১৮ জুন) সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের এক বৈঠকে।
মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি জানান, “আগামীকাল আমাদের একটি মিটিং রয়েছে। সেখানে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এখন আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে ভর্তি পরীক্ষা।”
তিনি আরও বলেন, “আমরা আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা করছি। পরীক্ষার বিজ্ঞপ্তি এই জুন মাস অথবা জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে।”
বিজ্ঞপ্তি প্রকাশসহ আনুষঙ্গিক কার্যক্রমের কারণে ভর্তি পরীক্ষায় কিছুটা দেরি হচ্ছে বলেও জানান তিনি। তবে এতে ক্লাস শুরুর সময় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কম। তার ভাষায়, “গত বছর ক্লাস শুরু হয়েছিল ২০ নভেম্বর। তার দুই মাস আগে ভর্তি পরীক্ষা নিলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।”
এদিকে, প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, এবার ‘সেকেন্ড টাইম’ পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হতে পারে, তবে এতে পেনাল্টি থাকতে পারে। একই সঙ্গে আসন সংখ্যা কিছুটা কমানোর বিষয়েও আলোচনা হতে পারে আগামীকালকের বৈঠকে।
উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।