ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ভারতের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র
কৌশলী ইমা, নিউ ইয়র্ক প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪:৫৯ পিএম  (ভিজিটর : ৮৫)
যুক্তরাষ্ট্র সরকার আসন্ন ব্যস্ত গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম সামনে রেখে বিভিন্ন দেশে ভ্রমণ সতর্কতা আপডেট করছে। বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতকে নতুনভাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

রাষ্ট্রদপ্তর এখন পুরো ভারতকে 'লেভেল ২' হুমকির শ্রেণিতে রেখেছে, যেখানে দেশটিতে ভ্রমণকারী নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে: 'ভারতে অপরাধ ও সন্ত্রাসবাদের কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। কিছু এলাকায় ঝুঁকি বেশি।' বিবৃতিতে ধর্ষণ, সহিংসতা ও সন্ত্রাসবাদের মতো অপরাধের কথা উল্লেখ করে বলা হয়েছে, পর্যটনকেন্দ্র ও জনবহুল এলাকাগুলো বিশেষভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

সতর্কবার্তায় কিছু নির্দিষ্ট এলাকাও উল্লেখ করা হয়েছে, যেখানে মার্কিন নাগরিকদের একেবারে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—পূর্ব মহারাষ্ট্র, উত্তর তেলেঙ্গানা থেকে পশ্চিম পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত অঞ্চল। এসব এলাকায় জরুরি পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রদূতাবাসের প্রত্যক্ষ সহায়তা পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বলা হয়েছে, ভারতে কর্মরত মার্কিন সরকারী কর্মচারীদের এসব অঞ্চলে যেতে হলে বিশেষ অনুমোদন নিতে হয়। এছাড়া ভারত ভ্রমণের সময় দেশটির আইন ও প্রথা মেনে চলার অনুরোধ করা হয়েছে। জিপিএস ডিভাইস ও স্যাটেলাইট ফোন ভারতে অবৈধ, নারীদের একা ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে এবং ভ্রমণকারীদের অন্য যেকোনো বিদেশি দেশে যাওয়ার সময় যে ধরনের সতর্কতা নেওয়া হয়, সেটি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

'লেভেল ৪ বা 'ভ্রমণ করবেন না' এমনভাবে চিহ্নিত এলাকায় রয়েছে জম্মু ও কাশ্মীর, যেখানে প্রশাসনের ভাষায় বেসামরিক অস্থিরতা ও সন্ত্রাসী হামলা প্রায়শই ঘটে। এই অঞ্চলগুলো ভারত ও পাকিস্তানের মধ্যে লাইন অব কন্ট্রোলের উপর অবস্থিত এবং এর আওতায় শ্রীনগর, গুলমার্গ ও পাহেলগাম-এর মতো জনপ্রিয় পর্যটন স্থানগুলোও পড়ে।
মধ্য ও পূর্ব ভারতের কিছু অংশকেও "ভ্রমণ করবেন না" তালিকাভুক্ত করা হয়েছে। এসব এলাকায় রাজনৈতিক চরমপন্থীরা সন্ত্রাসী হামলা চালিয়ে পুলিশ, আধাসামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।

মণিপুরকেও 'লেভেল ৪' হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে ব্যাপক সহিংসতা ও গোষ্ঠীগত বাস্তুচ্যুতি ঘটেছে বলে রিপোর্ট পাওয়া গেছে। শেষে, ভ্রমণকারীদের ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ সেখানে বিপ্লবী গোষ্ঠীগুলোর বোমা হামলার ঘটনা ঘটেছে। ভারতে যুক্তরাষ্ট্রের দূতাবাস রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]